ড্যাফোডিলের সম্মেলনে ড. এম শরীফ নওয়াজ

ড্যাফোডিলের সম্মেলনে ড. এম শরীফ নওয়াজ

  • ক্যাম্পাস ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘বাংলাদেশী শিল্পের আন্তর্জাতিকীকরণ উদ্যোগ’ শীর্ষক প্রযুক্তি সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার (১১ জুন) ঢাকায় অবতরণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তি উদ্ভাবক ও রুপান্তর বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শরীফ নওয়াজ। ‘বাংলাদেশী শিল্পের আন্তর্জাতিকীকরণ উদ্যোগ’ শীর্ষক সম্মেলনটি আগামী ১২ ও ১৩ জুন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে তিনি মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্ত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পসচিব মো. আব্দুল হালিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক হাসান।

Sharing is caring!

Leave a Comment