ড্যাফোডিলে ‘কোরিয়ান পপ সংগীত কনসার্ট’

ড্যাফোডিলে ‘কোরিয়ান পপ সংগীত কনসার্ট’

  • ক্যাম্পাস ডেস্ক

সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার হানসেও ইউনিভার্সিটির মিউজিক ডিপার্টমেন্টের ২৮ সদস্যের একটি দল সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শনকালে গত ২৬ জুন তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ‘কোরিয়ান পপ সংগীত কনসার্ট’ পরিবেশন করেছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন শতাধিক শিক্ষার্থী এ সংগীতানুষ্ঠান উপভোগ করেন। কনসার্টে নেতৃত্ব দেন হানসেও ইউনিভার্সিটির সংগীত বিভাগের অধ্যাপক ও শিক্ষার্থীরা। এছাড়াও একটি বিশেষ পরিবেশনা উপস্থাপন করেন কেবিন ক্রু বিভাগের শিক্ষার্থীরা। কনসার্টে কোরিয়ান পপ সংগীতের পাশাপাশি জনপ্রিয় বাংলা ও ইংরেজি গানও পরিবেশন করেন কোরিয়ান শিক্ষার্থীরা। তাদের বাংলা গানের পরিবেশনা বাঙালি শিক্ষার্থীদেরকে মুগ্ধ করে।

কনসার্ট শুরুর আগে হানসেও ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার এবং হানসেও ইউনিভার্সিটির অ্যানিমেশন বিভাগের অধ্যাপক ও প্রেসিডেন্টের চিফ সেক্রেটারি ইয়ুন তায়ে সেউপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। হানসেও ইউনিভার্সিটির প্রতিনিধি দল ড্যাফোডিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে একটি বৃক্ষরোপন করেন।

Sharing is caring!

Leave a Comment