‘স্টার্টআপ ফান্ডিং কীভাবে পেতে হয়’

‘স্টার্টআপ ফান্ডিং কীভাবে পেতে হয়’

  • উদ্যোক্তা ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যন্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ ও ঢাকা কাস্ট লিসেন টু মি’র যৌথ আয়োজনে ‘স্টার্টআপ ফান্ডিং কীভাবে পেতে হয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ২০১৮ বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। সেমিনারে আরো বক্তব্য রাখেন অপটিম্যাক্স কমিউনিকেশন্স লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল বাহার, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মনোয়ার কামাল, সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা ও ই-ক্যাবের সাবেক সভাপতি রাজিব আহমেদ, উইমেন অ্যান্ড ইকমার্সের প্রতিষ্ঠাতা ও ই-ক্যবের যুগ্ম সচিব নাসিমা আক্তার এবং ই-ক্যাবের পরিচালক আসিফ আহনাফ।

সেমিনারে আলোচকরা উদ্যোক্তাবৃত্তি ও ফান্ড সংগ্রহ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন। তারা বলেন, নতুন ব্যবসা শুরুর একটি প্রধান অংশ হচ্ছে ফান্ড সংগ্রহ করা। ফান্ড সংগ্রহের জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ইত্যাদির কাছে যাওয়ার জন্য উদ্যোক্তাদের পরামর্শ দেন তারা। এছাড়া উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে নেটওয়াকিংয়ের গুরুত্ব, ব্যবসায় পরিকল্পনা, বিনিয়োগকারীর নিকট সঠিকভাবে ব্যবসায় প্রস্তাবনা উপস্থাপনসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তাঁরা।

সেমিনার শেষে ঢাকা কাস্ট লিসেন টু মি, ম্যাথ বুক ও মাই অরগানিক বিডি নামের তিনটি স্টার্টআপের উদ্বোধন ঘোষনা করা হয়।

Sharing is caring!

Leave a Comment