রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘গেট ইন দ্য রিং’

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘গেট ইন দ্য রিং’

  • উদ্যোক্তা ডেস্ক

বিশ্বব্যাপী জনপ্রিয় বিজনেস স্টার্টআপ প্রতিযোগিতা ‘গেট ইন দ্যা রিং-ঢাকা’র রাজশাহী বিভাগীয় সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজশাহী শিল্পকলা একাডেমীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগ ও এর আশ-পাশের অঞ্চলের কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রতিযোগিরা অংশ নেন। দিনব্যাপী এই প্রতিযোগিতায় আলোর ফেরিওয়ালা, আহার ও রিংগো রিংগার্স নামের তিনটি স্টার্টআপ দল গেট ইন দ্যা রিং-ঢাকা ২০১৯-২০ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক হাসনাত রনি, জনতা ব্যাংক রাজশাহী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ফ্রেডরিক ন্যউমান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফ এন এফ বাংলাদেশ) এর প্রোগ্রাম ম্যানেজার মো. ওমর মোস্তাফিজ।

উল্লেখ্য, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং ফ্রেড্রিক ন্যুমান ফাউন্ডেশনের আয়োজনে তৃতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে উদ্যোক্তাদের অলিম্পিক খ্যাত এই প্রতিযোগীতা। গত ৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় সিলেকশন রাউন্ডের মাধ্যমে পর্দা উঠেছে এ প্রতিযোগিতার। আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত গ্রান্ড ফিনালের মাধ্যমে এই আয়োজনের পর্দা নামবে ।

Sharing is caring!

Leave a Comment