নিজের পদত্যাগ ঘোষনা করলেন তুরস্ক প্রধানমন্ত্রী

নিজের পদত্যাগ ঘোষনা করলেন তুরস্ক প্রধানমন্ত্রী

  • আর্ন্তজাতিক ডেস্ক

পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগোলু। আগামী জুনে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। তুরস্কে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তবে এই পরিকল্পনার বিরোধীতা করেছেন দাভুতোগোলু। আর এই মকারণেই পদ ছাড়তে হচ্ছে তাকে।

বিবিসি জানায়, প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন দাভুতোগোলু। তবে তাদের মধ্যে কোনো সমাধান না হওয়ায় তিনি পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছিল।

তবে পদত্যাগের ঘোষণা দিলেও দাভুতোগোলু জানিয়েছেন কারো প্রতি তার কোনো ক্ষোভ নেই। তিনি বলেছেন,দলীয় আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন এবং দলকে বিভক্ত করার চেষ্টা করবেন না।

তুর্কি টেলিভিশনকে তিনি জানান, ‘যখন একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন তখন দেশ ও অর্থনীতি ভবিষ্যতে স্থিতিশীল হবে।’  এদিকে বিশ্লেষকরা মনে করেন, দাভুতোগোলুর পদত্যাগ করলে তুরস্কে  এরদোয়ান তার অনুগত প্রধানমন্ত্রী নিয়োগ দেবে এবং তার নিয়ন্ত্রণ আরো বাড়বে। favicon59

Sharing is caring!

Leave a Comment