পোশাক খাতে এডিবিরি তিন কোটি ডলার ঋণ সহায়তা

পোশাক খাতে এডিবিরি তিন কোটি ডলার ঋণ সহায়তা

  • নিউজ ডেস্ক

বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নে ৩ কোটি ডলার ঋণ  সহায়তা দিচ্ছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সম্প্রতি  ব্র্যাক ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি করেছে সংস্থাটি।

এডিবি’র ঢাকা কার্যালয় থেকে জানানো হয়েছে, ঋণ সহায়তার বিষয়টি এডিবি’র বোর্ড অনুমোদন দিয়েছে । দেশের পোশাক খাতের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে এই ঋণ সহায়তা  ব্যবহৃত হবে। এছাড়াও দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে টেক্সটাইল এবং গার্মেন্টস কারখানাগুলোতে চিকিৎসা সেবার মান বাড়ানোর কাজে ব্যবহার করা যাবে।

এডিবি জানিয়েছে,  রানা প্লাজা ধস এবং তাজরীনে আগুনের ঘটনা বাংলাদেশের জন্য একটি দুঃখজনকা ঘটনা। তাছাড়া  বাংলাদেশের পোশাক খাতে এর বিরূপ প্রভাব পড়েছে। ওসব ঘটনায় পোশাক খাতের চিকিৎসা সেবার অনেক ঘাটতি ছিল। আর এজন্যই  পোশাক খাতের নিরাপত্তা এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে এডিবি এই ঋণ সহায়তা দিচ্ছে। favicon59

Sharing is caring!

Leave a Comment