তাসকিন-সানির বোলিং পরীক্ষা এখনই নয়

তাসকিন-সানির বোলিং পরীক্ষা এখনই নয়

  • স্পোর্টস ডেস্ক

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলতে গিয়ে আইসিসি’র নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরেছিলেন দুই টাইগার বোলার তাসকিন আহমেদ ও আরফাত সানি। তবে এখনই তাদের বোলিং পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান মো. জালাল ইউনুস।

আজ (১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজ কক্ষে এই দুই ক্রিকেটারের বোলিং অ্যাকশনের পরীক্ষা সম্পর্কে তিনি আরও বলেন, ‘তাসকিনের সমস্যা আমার মনে হয় খুবই সামান্য। বল করেত গেলে ওর কনুই ১৫ ডিগ্রির একটু ওপরে বেঁকে যায়। ওটা নিয়ে কাজ হচ্ছে। মনে হয় কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর আরাফাত সানির সমস্যা একটু বেশি থাকতে পারে। তাই ওকে নিয়ে বেশি কাজ করতে হবে। আমাদের সাপোর্ট স্টাফরা তাদের নিয়ে কাজ করছে। তবে আমরা চাচ্ছি এখনই বোলিং পরীক্ষার জন্য তাদের না পাঠাতে। তাদের নিয়ে যারা কাজ করছেন তারা যখন বলবেন যে সানি-তাসকিন পরীক্ষার জন্য প্রস্তুত তখনই তাদের পাঠাবো।’

বোলারদের এই ধরনের সন্দেহ যেটা আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে ধরা পড়ে সেটা আগে থেকে কীভাবে চিহ্নিত করা যায়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন ‘এটাতো আম্পায়ার ও ম্যাচ রেফারির কাজ। এই জিনিসগুলো প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্রিকেট থেকেই বিবেচনায় আশা উচিত। আমার মনে হয় এই জন্য মাঠে ক্যামেরা আবশ্যক। বোলারদের অবৈধ বোলিং অ্যাকশন চিহ্নিত করার জন্য আমাদের ও আম্পায়ারস কমিটির মধ্যে আলাপ হয়েছে। আশা করছি এবারের প্রিমিয়ার লিগ থেকেই অবৈধ বোলিং অ্যাকশন চিহ্নিত করতে মাঠে ক্যামেরা থাকবে।’favicon59

Sharing is caring!

Leave a Comment