ওয়াইফাইয়ের গতি বাড়ানোর সাত উপায়

ওয়াইফাইয়ের গতি বাড়ানোর সাত উপায়

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

বিভিন্ন কারণে ওয়াইফাইয়ের গতি কমে যেতে পারে। তবে কিছু পদ্ধতি আছে  যা প্রয়োগ করে আপনি সহজেই আপানর ওয়াইফাইয়ের গতি বাড়াতে পারবেন।


  • বাড়ির বেজমেন্টে কখনো রাউটার রাখবেন না। এতে ওয়াইফাইয়ের গতি কমে যায়।
  • বাড়ির মধ্যস্থলে রাউটার বসান, তাহলে সবখানেই ভালো গতি পাবেন। এছাড়াও আপনি চাইলে রাউটারের গতি বাড়ানোর জন্য এক্সটেন্ডার বা রিপিটার ব্যবহার করতে পারেন।
  • মাইক্রোওয়েভ ওভেন ফ্রিকোয়েন্সি ওয়াইফাইয়ের গতিকে বাধাগ্রস্থ করে। ফলে রাউটারের গতি কমে যায়। তাই ওভেন থেকে রাউটার দূরে রাখুন।
  • ওপেন নেটওয়ার্ক ব্যবহার না করে জটিল পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই ব্যবহার করুন। তাহলে ভালো স্পিড পাবেন।
  • বড় ফাইল ডাউনলোড করার সময় স্বাভাবিকভাবেই ওয়াইফাইয়ের গতি কমে যায়। ফলে তখন অন্যান্য ডিভাইসগুলো গতি পায় না। তাই যখন ব্যবহারকারীর সংখ্যা কম থাকে, তখন বড় ফাইল ডাউনলোড করা উত্তম।
  • রাউটারের আসে পাশে বেশি মানুষ থাকলে গতি কম পেতে পারেন। কারণ মানুষের শরীর রেডিও তরঙ্গের গতি রোধ করে।  তাই ভালো গতি পেতে রাউটারকে ঘিরে মানুষ না থাকাই উত্তম। favicon59

Sharing is caring!

Leave a Comment