ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ফ্রি অনলাইন কোর্স চালু করল গো-এডু

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ফ্রি অনলাইন কোর্স চালু করল গো-এডু

  • ক্যাম্পাস ডেস্ক

করোনাভাইরাস বিপর্যয়ে সারা দেশ প্রায় স্থবির, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ঘরে থাকাই এখন সবচেয়ে বেশি নিরাপদ। আর ঘরে থাকার এই সময়টাকে কাজে লাগাতে এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে একধাপ এগিয়ে রাখতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে শিক্ষার্থীদের জন্য সম্পূর্ন ফ্রি অনলাইন কোর্স অফার করেছে গো-এডু।
থিংকিং ইন অবজেক্ট-অরিয়েন্টেড প্রোগ্রামিং: বেসিক কনসেপ্ট, এমপ্লয়েবিলিটি স্কিলস (পর্ব:০১): ইম্প্রুভ জব অপরচুনিটিস, ক্যারিয়ার প্লানিং ফ্রম নিউজ মিডিয়া : অ্যাডভান্স টেকনিকস, সাকসেশন প্লানিং: প্রিপেয়ার অর্গানাইজেশনাল লিডার্সসহ সময়োপযোগী ৭টি ফ্রি কোর্স চালু করা হয়েছে। স্বনামধন্য ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী এবং প্রশিক্ষিত ব্যক্তি দ্বারা পরিচালিত এই কোর্সগুলো শিক্ষার্থীদের পেশাগত জীবনে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের এই অবসর সময়কে যথাযথভাবে ব্যবহার করতে সাহায্য করবে।

প্রতিটি কোর্সের রেজিস্ট্রেশনের পর ৬মাস পর্যন্ত সময় থাকবে কোর্সটি সম্পন্ন করতে। সফলভাবে কোর্স সম্পন্ন করার পর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইআরডিআই) এর এফিলিয়েশনে অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে।

ফ্রি কোর্স রেজিষ্ট্রেশনের জন্য ভিজিট করুন: https://goedu.ac/courses/

Sharing is caring!

Leave a Comment