গর্ভপাত রোধে রাশিয়ার নতুন উদ্যোগ
- আর্ন্তজাতিক ডেস্ক
গর্ভপাত রাশিয়ার একটি অন্যতম সমস্যা। তাই গর্ভপাত রোধ করতে নতুন উদ্যোগ নিয়েছে রাশিয়া সরকার। গর্ভপাত না করে যে সমস্ত নারীরা শিশু বিক্রি করতে চাইবে তাদেরকে ৩৭০০ ডলার দিয়ে গর্ভের সন্তান কিনে নেবে রাশিয়া সরকার। সংবাদ : ডেইলি মেইল।
এর ফলে দেশটির জন্মহার বৃদ্ধি পাবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। তাছাড়া যেসব শিশু পৃথিবীতে আসার আগেই বিদায় নিতে, তারা পৃথিবী দেখার সুযোগ পাবে। রাশিয়ার ২ লাখেরও বেশি নারী এর মধ্যে এই প্রস্তাবে রাজি হয়েছেন। তবে এখনো দেশটিতে এই আইনটি পাস হয়নি।
রাশিয়ার সংসদ সদস্য আলেকজান্দার সেরিন বলেন, এই আইনের সহায়তায় যারা জন্মানোর আগেই মৃত্যুবরণ করতো সেসব শিশুরা বেঁচে যাবে। ![]()
