দি প্রমিনেন্ট সাম্প্রতিক ঘটনাসমুহ, ব্যবসা-বাণিজ্য, লিডারশিপ, গবেষণা, শিক্ষা, শিল্প-সাহিত্য এবং জীবন সম্পর্কিত সংবাদ, ফিচার, সৃজনশীল রচনা প্রকাশকারি একটি অনলাইন প্ল্যাটফর্ম। প্রমিনেন্টে যে কেউ লিখতে পারেন। লেখার জন্য প্রমিনেন্ট স্টাফ হওয়াটা জরুরী নয়। বিদ্যমান পাতার সাথে সামঞ্জস্যপূর্ণ সংবাদ, ফিচার, সৃজনশীল রচনা, বিশ্লেষণ, গবেষণা সহ নানান স্বাদের রচনা আজই পাঠিয়ে দিন। সংবাদ ক্যাটাগরিতে প্রকাশিতব্য আর্টিকেল রচনাকারীরা লেখার সাথে বায়োডাটা পাঠাতে ভুলবেন না। লেখা প্রকাশের জন্য সর্বোচ্চ ৩০ দিন অর্থাৎ একমাস অপেক্ষা করুন। মনোনীত হলে লেখা প্রকাশিত হবে।

আমাদের কাছে পাঠানো সকল রচনা অত্যান্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। লেখা প্রকাশের ক্ষেত্রে লেখকের বয়স, প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বা জনপ্রিয়তা মুখ্য নয়, বরং লেখার মান এবং সৃজনক্ষমতার মূল্যয়ন করা হয়। লেখা মনোনীত না হলে হতাশ হবেন না। আপনার লেখা প্রকাশ না হওয়ার মানে এই নয় যে আপনার লেখা ভালো নয়, হয়তো লেখাটি সমসাময়িক সময়ে প্রসাঙ্গিক নয় অথবা পাতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। নিচে উল্লেখিত বিভাগীয় ই-মেইলে আজই পাঠিয়ে দিন আপনার সেরা রচনাটি আর হয়ে উঠুন প্রমিনেন্ট লেখক।

সংবাদ:

news@the-prominent.com

 

ফিচার:

feature@the-prominent.com

 

কলাম:

editor@the-prominent.com

 

লিডারশিপ:

leadership@the-prominent.com

 

প্রমিনেন্ট স্কুল:

school@the-prominent.com

 

সাধারণ তথ্য:

info@the-prominent.com