নখেই আঁকি যত আল্পনা

নখেই আঁকি যত আল্পনা

রবিউল কমল : আধুনিক স্মার্ট ড্রেস, ম্যাচিং গয়না আর পারফেক্ট মেকআপ নিয়ে তো অনেক চর্চাই হল। এবার একটু নখে মন দেওয়া যাক। আচ্ছা, যদি নিজের দু’হাতের নখগুলোকে সুন্দর শেপ করে পোশাক ও পরিবেশের সাথে মিলিয়ে সাজানো যায়, তাহলে কেমন হয়? এটাই এখনকার ট্রেন্ডি ও লেটেস্ট ফ্যাশন যা “নেল আর্ট” নামে বেশি পরিচিত। সৌন্দর্যবোধ ও ফ্যাশন সেন্সের সঠিক মিশেলে ঘরে বসেই সাজাতে পারেন আপনার নখগুলোকে। আজ দেখে নিন নেল আর্টের ঝটপট কিছু সহজ আইডিয়া:


  • হাত পরিষ্কার করে নখ সুন্দর করে শেপ করুন। সরু লম্বা নখের ফ্যাশন আর নেই। তাই নখের মাথাটা ফ্ল্যাট রাখুন। ভেঙে যাওয়ার ভয় থাকলে নখ বেশি লম্বা করবেন না।
  • নখে টপ কোট নেলপালিশ লাগিয়ে নিন। তারপর পছন্দ মতো দুটি বা তিনটি নেলপালিশ বেছে নিন। এমন শেড বেছে নিন যেন কম্বিনেশন ভাল লাগে। যেমন সোনালি রঙের সাথে কালো অথবা গোলাপি রঙের সাথে কালো রঙের কম্বিনেশন।
  • সেলোফেন পেপার বিভিন্ন আকারে কেটে নখের উপর আটকে একটি শেড লাগান, শুকিয়ে গেলে পেপার তুলে অন্য শেড লাগান।
  • দু’টি আলাদা রঙের নেলপালিশ লাগিয়ে কনট্রাস্টিং গ্লিটারও লাগাতে পারেন। আবার একটি শেড লাগিয়ে তার উপর কটন বল আলতো করে ধরুন, সুন্দর এফেক্ট আসবে।
  • লেটেস্ট ফ্যাশন হিসাবে ট্রাই করতে পারেন সিরামিক নেল আর্ট। নিজের পছন্দের শেড লাগিয়ে তার উপর ছোট ছোট সিরামিক ডিজাইন করুন। সিরামিক ডিজাইন দোকানে কিনতে পাওয়া যায় এবং এর ব্যাবহারও খুব সহজ।
  • রিভার্স ফ্রেঞ্চ ম্যানিকিওর কিন্তু ফিটফাট নেল আর্টের মধ্যে পড়ে। নখের নীচের অংশে অর্ধেক চাঁদের মতো সাদা বা অন্য কোনো রঙের নেলপালিশ লাগান এবং বাকি অংশে আর একটি রঙ লাগান। ব্যাস হয়ে গেল ফ্রেঞ্চ ম্যানিকিওর।
  • নিজের নখের উপর অত্যাচার না করতে চাইলেও চিন্তা নেই। এখন বাজারে বিভিন্ন সাইজের ডিজাইন করা নকল নখের সেট কিনতে পাওয়া যায়। সেগুলো সহজে নখে লাগিয়ে ব্যাবহার করা যায়।

 

29-gorgeous-nail-art-designs-for-valentines-day-2-32300-1423153347-6_dblbigঅনেক সময় নেলপালিশ লাগানোর উপরেও নখের বাহার নির্ভর করে। সেটা যদি ঠিকঠাক শিখে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। আসুন দেখে নেই সেই আইডিয়াগুলো কেমন হতে পারে…

  • নেলপালিশ লাগানোর আগে নেল ফাইল দিয়ে নখের শেপ ঠিক করে নিন। কিউটিকল থাকলে কিউটিকল ক্রিম লাগিয়ে নিন।
  • রিমুভার দিয়ে নখের আগের নেলপালিশ তুলে ফেলুন।
  • নেলপালিশের প্রথম কোট নখের মাঝখানে নীচ থেকে উপরের দিকে লাগান, তারপর দ’ধারে লাগান।
  • বেস কোট শুকিয়ে গেলে টপ কোট লাগান। এতে নখে শাইন ভাব চলে আসবে। নেলপালিশ দীর্ঘদিন ঠিক রাখতে ভিনেগার ব্যাবহার করতে পারেন।

 

কিন্তু শুধু নখ রঙিন করলেই তো হবে না তার সঙ্গে দরকার হাত ও নখের সঠিক যত্ন। এ নিয়ে আপনার জন্য কিছু স্মার্ট আইডিয়া সাজিয়ে দিলাম…

  • প্রতিদিন স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে লেবুর রস লাগান। তারপর হাত ধুয়ে ময়শ্চারাইজার লাগান।
  • সানবার্ন থেকে বাঁচতে এসপিএফ-১৫ যুক্ত সানস্ক্রিন লাগান।
  • কিউটিকলস টেনে তুলবেন না। ক্রিম লাগিয়ে কিউটিকল কাটার ব্যবহার করুন।
  • ক্যালেন্ডুলা, অ্যালোভেরা, ল্যানোলিন বা গ্লিসারিনযুক্ত ক্রিম ব্যবহার করুন। মাসে অন্তত দু’বার অ্যাভোকাডো বা ওটমিলের প্যাক লাগান, একবার পার্লারে ম্যানিকিওর করান বা বাড়িতেই নিজের হাতের যত্ন নিন। তার জন্য প্রথমে হালকা গরম পানিতে ১০ মিনিট হাত ডুবিয়ে রাখুন। পানিতে এক ফোঁটা আমন্ড তেল মেশান। হাতের মরা কোষ তুলতে লবণ ও লেবু দিয়ে হালকা ঘষুণ। পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন।
  • নখের ক্ষেত্রে নজর রাখুন যেন ময়লা না জমে। ক্ষারযুক্ত সাবান এবং অ্যাসিটোনযুক্ত নেলপালিশ রিমুভার ব্যবহার করবেন না।
  • নখ ভাঙার প্রবণতা থাকলে নখ বেশি বড় রাখবেন না। বায়োটিনযুক্ত জেলি ব্যবহার করুন, এতে নখ কম ভাঙবে। অল্প গরম পানিতে টি ব্যাগ ভিজিয়ে ভাঙা নখের স্থানে পাঁচ মিনিট ধরে রাখুন। ক্ষত দ্রুত শুকিয়ে যাবে। favicon5

Sharing is caring!

Leave a Comment