ফেলে দেওয়া প্লাস্টিকে বিশ্বকাপ জার্সি

ফেলে দেওয়া প্লাস্টিকে বিশ্বকাপ জার্সি

  • আসিফ হাসান

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। বিশ্বকাপের আগে ক্রিকেট ভক্তদের প্রধান আলোচনা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি কেমন হবে? কীভাবে তৈরি করা হলো এই জার্সি?

বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি হচ্ছে ২০০৪-২০০৫ মৌসুমের রেট্রো জার্সির আদলে। বিশ্বের প্রতিটা দলই তাদের রেট্রো জার্সিতে পুরোনো স্মৃতি মনে করে দেওয়ার চেষ্টা করে। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে এটা হরহামেশাই দেখা মেলে। এই তো গত ২ বছর এই দল তিনটা খেলেছে তাদের ১৯৯২ সালের পুরোনো জার্সি গায়ে জড়িয়ে।

বাংলাদেশও প্রথমবার ফিরলো তেমন ধারায়। পুরোনো স্মৃতিকে মনে করিয়ে দিতে ২০০৪-২০০৫ সালের জার্সির আদলে স্বপ্নের বিশ্বকাপ খেলবে টাইগাররা। এই জার্সিতে রয়েছে কার্ডিফে আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতি, প্রথমবার ইন্ডিয়াকে হারানোর স্মৃতি, এ ছাড়াও প্রথম ওয়ানডে সিরিজ জয়ও এসেছিল এই জার্সি গায়ে জড়িয়েই। তাই তো বর্তমান প্রজন্মেরর কাছে এটি ঐতিহাসিক জার্সিই বটে।

কীভাবে তৈরি হলো এই জার্সি? মূলত ‘জ্যাকার রিসাইকেলিং ফ্যাব্রিক্স’ দিয়ে তৈরি হয়েছে বাংলাদেশ দলের এবারের বিশ্বকাপ জার্সি। পুরোনো প্লাস্টিক বর্জ দিয়ে প্রথমে সুতা তৈরি করে সেটাকে কাপড়ে রূপ দেওয়া হয়েছে। জার্সিতে নেই আলাদা কোনো ‘সাপ্লিমেশন ডিজাইন’। পুরো ডিজাইনই এসেছে কাপড়ের উপর। মূলত পরিবেশ দূষণের প্রতিবাদের জায়গা থেকেই এমন পরিকল্পনা। যারা এই কাপড় তৈরি করেছেন তাদের ভাষায় এটাকে বলা হয়েছে ‘গে গ্রিন’। এতে করে পুরোনো প্লাস্টিক ফেলে না দিয়ে সেটাকে কাজে লাগানোর বিষয়টি তুলে ধরা হয়েছে, যাতে করে পরিবেশ দূষণ রক্ষা পাওয়ার সাথে হবে কম খরচে নতুন পণ্য তৈরি।

এ ছাড়াও দুবাইয়ের তীব্র গরম রোধে এই জার্সিতে রাখা হয়েছে বায়ু চলাচলের জায়গা। এতে করে অতিরিক্ত গরমেও ক্রিকেটাররা স্বস্তিবোধ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি তৈরিকারী প্রতিষ্ঠান ‘স্পোর্টস অ্যান্ড স্পোজ’।

পরিবেশ দূষণের প্রতিবাদে বিশ্বের কাছে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নজর কেড়েছে সবার। তবে শুধু বাংলাদেশই নয়, এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা তাদের জার্সি তৈরি করেছিলো সমুদ্রদূষণকারী প্লাস্টিক দিয়ে। যা পুরো বিশ্বের কাছে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলো।

এবারের পুরো বিশ্বকাপে বাংলাদেশ হোম এবং এ্যওয়ে দুটো জার্সি পড়ে খেলবে। একটি জার্সি রেট্রো হলেও আরেকটি জার্সি হয়েছে লাল-সবুজের আদলে নতুন নকশা।

Sharing is caring!

Leave a Comment