ফ্যাশনে জার্সি, সমর্থনে জার্সি
- নিশান
বর্তমানে তরুণ প্রজন্মের কাছে জার্সি বেশ জনপ্রিয় পোশাক। বিশেষ করে বাঙালি তরুণদের কাছে অন্যান্য পোশাকের তুলনায় জার্সির জনপ্রিয়তা বেড়েই চলেছে।
জার্সি মূলত পলিয়েস্টার কাপড়ে তৈরি এক ধরনের পোশাক। যা খেলোয়াড়রা খেলাধুলার সময় পরিধান করে থাকে। তবে জার্সি পড়তে আরামদায়ক এবং আকর্ষণীয় হওয়ায় সকল শ্রেণীর মানুষেরাও এটি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। বর্তমান প্রজন্মের তরুণরা তাদের দৈনন্দিন পোশাকের তালিকায় জার্সিকেও সংযুক্ত করে নিয়েছে।
স্বাচ্ছন্দ্যবোধ ছাড়াও সাধারণ মানুষেরা ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা চলাকালীন সময়ে নানান ধরনের জার্সি গায়ে ঘুরে বেড়াতে দেখা যায়। মূলত খেলা চলাকালীন নিজ দলকে সমর্থন জানাতে জার্সি গায়ে দিয়ে গ্যালারিতে হাজির হয় ভক্তরা। বিশেষ করে ক্রিকেট বিশ্বকাপের সময় লাল সবুজের জার্সিতে ছেয়ে যায় দেশ। ফুটবল বিশ্বকাপেও বিভিন্ন দেশের জার্সি গায়ে দিয়ে পছন্দের দেশ বা ক্লাবকে সমর্থন জানায় এদেশের তরুণেরা। কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে সবসময়ই চোখে পড়ে জার্সি পরিহিত তরুণদের আনাগোনা।
ফ্যাশন হিসেবে জনপ্রিয়তার কথা মাথায় রেখে প্রতিনিয়ত বাড়ছে জার্সির ব্যবসা। রাজধানী সহ দেশের ছোট থেকে বড় সব শপিং মলেই চোখে পড়ে বিভিন্ন জার্সির দোকান। যেখানে পাওয়া যায় বিভিন্ন দেশের এবং ক্লাবের নানান ডিজাইনের জার্সি।
এছাড়াও বিভিন্ন অনলাইন শপেও সুলভ মূল্যে জার্সি কিনতে পাওয়া যায়। তবে ব্র্যান্ডের জার্সিগুলোর জন্য গুনতে হয় একটু বাড়তি দাম। অনেকেই আবার জার্সির পিছনে নিজের নাম লিখিয়ে নেন। প্রিয় দলকে সমর্থন এবং উৎসাহ যোগানোর পাশাপাশি ফ্যাশন হিসেবে দিন দিন বাড়ছে এই জার্সির কদর।