ফ্যাশন-দুরস্ত পোশাকে সুসজ্জিত শীত

ফ্যাশন-দুরস্ত পোশাকে সুসজ্জিত শীত

নন্দিতা কেয়া : শীত মানেই একরাশ ঠান্ডায় জমে থাকা আর ভারী ভারী কাপড়ে আপদমস্তক ঢেকে রাখা। অনেকে ভাবেন শীত এলো তো ফ্যাশনের পালা চুকে গেল, যুবুথুবু হয়ে বুড়োদের মতো গুটিয়ে থাকতে হবে। এই ধারনা নিয়ে বসে থাকার কোন কারন নেই। ঋতুভেদে ফ্যাশনের তারতম্য হয়। শীত ঋতুরও রয়েছে নিজস্ব এক স্টাইল। বাজারে শীতকে সাজাতে এসেছে নানা রকমারি পোশাক। ফ্যাশন হাউজগুলো বাহারী শীতের কাপড়ের পরশা সাজিয়ে বসেছে। সময় ও সুযোগমতো চাইলে একবার ঢুঁ মেরে আসতে পারেন। এই শীতে নিজেকে ফ্যাশন-দুরস্ত রাখতে এই টিপসগুলোতে একবার চোখ বুলিয়ে নিতে পারেন :


54da6c80489c7_-_navy-scarf-lg১. পোশাক বাছাইয়ের ক্ষেত্রে সর্বপ্রথম পোশাক কতটা আরামদায়ক তা দেখতে হবে। এক্ষেত্রে আঁটসাঁট এবং ভারী পোশাক অধিকাংশ সময় অস্বস্তির কারন হয়।

২. যেমন শীতের কাপড় পরুন না কেন আপনার মধ্যে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। মনে রাখুন আপনার আত্মবিশ্বাস পোশাকের সঙ্গে সঙ্গে আপনাকেও আকর্ষণীয় করে তুলবে।

৩. এক সাথে অনেক কাপড় না কিনে সময় নিয়ে বারবার কাপড় কিনুন। এতে নতুনত্ব থাকবে।

৪. ঢোলাঢুলা, রংচঙ এর কাপড় না পরে আপনার শরীরের গড়ন অনুযায়ী সামান্য ঢিলা দেখে কাপড় কিনুন।

৫. ভারী গড়নের মানুষদের জন্য সামনের দিকটা খোলা বা চেইন আছে এমন কাপড় নির্বাচন করা ভাল।

৬. অন্যদের শীতের পোশাক দেখে অনুকরণ না করাটাই বুদ্ধিমানের কাজ হবে।

HTB1GViHGFXXXXbLXXXXq6xXFXXXz৭. এমন শীতের পোশাক কিনুন যা, সহজেই আপনার অন্যান্য কাপড়ের সাথে মানিয়ে যাবে।

৮. ভারী এক রঙের কাপড় দেখে পোশাক কিনুন। এতে ঠান্ডা ভালোভাবে রোধ করবে।

৯. উল বা পশমের কাপড় কেনার সময় সেলাই ঠিকঠিক আছে কি না দেখে নিন।

১০. চাদর কিনতে মসৃণ সূতোর কাপড় বাছুন। মসৃণ সুতোর তৈরি চাদর পড়তে আরামদায়ক ও হাল্কা হয়। তাছাড়া শীত তাড়াতেও খুব কাজ দেবে।

শীতের পোশাক বাছাইয়ের জন্য আপনি সময় বের করে বিভিন্ন মলে ঘুরে দেখতে পারেন। এবারের শীত ফ্যাশনে ভেলভেটের কাপড় দিয়ে নানা ডিজাইনের হাল্কা পোশাক পাওয়া যাচ্ছে। টপ, ফুল-টপ, ল্যাগিংস, জেগিংসের সমাহার ছাড়াও লং স্কার্ট, গলাবন্ধ টি শার্ট বেশ প্রাধান্য পাচ্ছে মেয়েদের শীতের ফ্যাশনে। আর ছেলেদের পোশাকেও এসেছে রং ও কাটিংয়ের বৈচিত্র্য। পশ্চিমা ঢংয়ের পোশাক ছেলে মেয়ে ভেদে লা রিভ, ওয়েস্টিনসহ বিভিন্ন ফ্যাশন হাউজগুলোতে খোঁজ নিলেই মিলবে। দামও অনেকটা সাধ্যের মধ্যে। তোর আর দেরী কেন ?

রচনা : নন্দিতা কেয়া
মডেল : এলিকা দাস
ফটোগ্রাফি : এস এম রাসেল favicon5

Sharing is caring!

Leave a Comment