ডেল ব্রান্ডের ইন্সপায়রন ৭৪৫৯ মডেলের অল ইন ওয়ান পিসি এখন বাজারে !!!
- বিজ্ঞান ও প্রযুক্তি
ইন্টেল কোর আই সেভেন প্রসেসরের এই পিসিতে রয়েছে ১২ জিবি ডিডিআর-৪ র্যাম। আর এক টেরাবাইট হার্ডড্রাইভ, ৩২ জিবি সলিড স্টেট ড্রাইভ।
পিসিটিতে মনিটর হিসেবে রয়েছে ২৩.৮ ইঞ্চি এফএইচডি এন্টিগ্লেয়ার এলইডি ব্যাকলিট টাচ ডিসপ্লে। থ্রিডি ক্যামেরা স্ট্যান্ড, এনভিডিয়া জিফোর্স ৯৪০এম মডেলের ৪ জিবি গ্রাফিক্স কার্ড, ডিভিডি, ওয়াইফাই, ব্লুটুথ, ওয়েব ক্যামেরা, ডেস্কটপ কি-বোর্ড, মাউস এবং উইন্ডোজ ১০ হোম (৬৪ বিট)।
ডেল অরিজিনাল ক্যারি কেস এবং দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ পিসিটির দাম ১ লাখ ২৫ হাজার টাকা।
বিস্তারিত জানতে ভিজিট করুন : ডলফিন কম্পিউটার্স লিঃ
০১৭১৩৪৯৩২৭৩/ ০১৭১৩৪৯৩১৮৪/ ০১৯৯১১৯৫৫৫৪
ওয়েবসাইট: http://dolphin.com.bd/
সূত্র : http://techshohor.com/news/64366