অস্ট্রিয়ায় ৮০০ বছর অাগের মোবাইল !

অস্ট্রিয়ায় ৮০০ বছর অাগের মোবাইল !

প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি খননকার্য চালাতে গিয়ে অস্ট্রিয়ার পুরাতত্ত্ববিদরা একটি মোবাইল ফোনের খোঁজ পেয়েছেন। তাঁদের দাবি, মোবাইল আকৃতির এই ধাতব পদার্থটির বয়স ৮০০-এর কম নয়! ওই ফোনের গায়ে আবার রয়েছে সুমেরীয় লিখনশৈলী, যা কীলকাকার বর্ণমালা নামে পরিচিত।

ফোনের গায়ের সুমেরীয় লেখা পুরাতত্ত্ববিদদের কৌতূহল বাড়িয়েছে। কারণ, বহু বছর আগেই কীলকাকার এই বর্ণমালা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। প্রাচীন মেসোপটেমিয়ায় প্রাচীনকালে এই হরফ ব্যবহৃত হতো।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম এক্সপ্রেস ডটকমে ‘সদ্য আবিষ্কৃত’ প্রাচীন সেই ফোনের ফসিলের ভিডিও আপলোড করে লেখানো হয়েছে, ‘এটা কী? উন্নত সভ্যতার নিদর্শন?’favicon5

Sharing is caring!

Leave a Comment