জাপানে ওয়ার্ক পারমিট ও উচ্চ শিক্ষা বিষয়ক ফ্রি সেমিনার

জাপানে ওয়ার্ক পারমিট ও উচ্চ শিক্ষা বিষয়ক ফ্রি সেমিনার

  • এবি রাফি

Daffodil Japan IT, জাপানিজ ও দেশের স্বনাম ধন্য ড্যাফোডিল গ্রুপের ড্যাফোডিল জাপান আইটি একটি অঙ্গ প্রতিষ্ঠান। সফলতার সাথে শত শত শিক্ষার্থী ড্যাফোডিল জাপান আইটির মাধ্যমে জাপানে ক্যারিয়ার গড়েছেন। সেই সফলতার ধারাবাহিকতায় আবারও আমরা উচ্চ শিক্ষা ও চাকরি বিষয়ক সেমিনার আয়োজন করেছি। সবাইকে সেমিনারে আমন্ত্রণ। সেমিনারটি সকলের জন্যে উন্মুক্ত।

ফ্রি রেজিস্ট্রেশন করুনঃ http://djit.ac/japan_reg/

Thursday, February 27, 2020 |Time:4:00 PM

Friday, February 28, 2020|Time:11:00AM

Friday, February 28, 2020|Time:4:00 PM

Saturday, February 29, 2020|Time:4:00 PM

Venue: Daffodil Japan IT

রেজিস্ট্রেশন লিংক: http://djit.ac/japan_reg/

সেমিনারের_আলোচ্য_বিষয়

জব ভিসা সমূহঃ

– জাপানে জব ভিসা ও জব ক্যাটাগরি নিয়ে আলোচনা

– জাপানিজ কোম্পানি ও বেতন

– জাপান যেতে প্রয়োজনীয় কাগজ-পত্র

স্টুডেন্ট ভিসা সমূহঃ

– কত খরচ পড়বে জাপান যেতে – টিউশন ফি এবং অন্যান্য ভিসা প্রসেসিং খরচ

– জাপানে ভর্তি এবং ভিসা পাওয়ার প্রক্রিয়া সাথে কী কী কাগজপত্র এবং যোগ্যতা লাগবে

– ব্যাংক ব্যাল্যান্স এবং একাউন্ট বিষয়ক বিস্তারিত ধারনা!

– পার্ট-টাইম জব পাওয়া যাবে কিনা, ফুল টাইম জব কিভাবে পাবেন?

– পড়াশুনা শেষে ফুলটাইম জব করার নিশ্চয়তা আছে কিনা, থাকা-খাওয়া, নতুন দেশে টিকে থাকার ধারনা!

– কীভাবে স্থায়ী আবাসন অথবা জাপানের নাগরিকত্ব পাওয়া যাবে এবং সেমিনারে অংশগ্রহণকারীদের সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর!

এক বছরেই জাপানে স্থায়ী হওয়ার সুযোগ!

নতুন নিয়ম অনুযায়ী, পর্যাপ্ত পয়েন্ট অর্জন করতে পারলে যে কেউ মাত্র এক বছরেই দেশটিতে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন।

চলতি বছরের মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে শনিবার জাপানের অভিবাসন ব্যুরো জানিয়েছে। আগে স্থায়ী বসবাসের আবেদনের ক্ষেত্রে দেশটিতে ন্যূনতম ১০ বছর থাকতে হতো। ২০১২ সালে জাপান সরকার ওই নিয়ম বদলে ‘পয়েন্ট সিস্টেম’ চালু করে। সেবার থেকে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম থাকার সময় কমিয়ে পাঁচ বছর করা হয়।

গত মঙ্গলবার দেশটির বিচার বিভাগ তিন বছর আগের ওই নিয়ম সংস্কারের ঘোষণা দেয়। এতে ডক্টরেট পাওয়া বিদেশিদের জন্য ৩০ এবং স্নাতকোত্তর ডিগ্রীধারীদের জন্য ২০ পয়েন্ট নির্ধারণ করা হয়। শিক্ষক, গবেষক কিংবা অ্যাকাডেমিক ক্ষেত্রে পেশাজীবীরা জাপানে ৩-৭ বছর কাজ করলে ৫ থেকে ১৫ পয়েন্ট পাবেন। এছাড়া অন্তত ৪টি বিশেষ ক্ষেত্রে দক্ষতা অর্জনকারী বিদেশিরা পাবেন ২০ বোনাস পয়েন্ট। সঙ্গে জাপানি ভাষায় দক্ষতা থাকলে মিলবে আরও ১৫।

সব যোগ করে ৭০ পয়েন্ট হলে তিন বছর জাপানে বসবাস করছেন এমন বিদেশিরা স্থায়ী হওয়ার আবেদন করতে পারবেন, আর ৮০ পয়েন্টধারীদের ক্ষেত্রে এ সুযোগ মিলবে এক বছরেই। তবে এ নীতি বাংলাদেশিদের জন্যও সুযোগ বয়ে আনবে বলেও অনেকেই জানিয়েছেন।

জাপানে ১০ হাজারের মত প্রবাসী বাংলাদেশি আছেন যাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন বসবাস করে স্থায়ী হওয়ার সুযোগ পেয়েছেন।

উচ্চ_শিক্ষা_চাকরি_জাপানে

বিশ্বমানের শিক্ষা | সহজ স্কুল ইন্টার্ভিউ | সর্বাধিক ভিসা সম্ভাবনা

বৃত্তির_ব্যবস্থা

স্টাডি লোনে ৭৫ % পর্যন্ত

👉 প্রবেশ করার শর্তাদি:

* সর্বনিম্ন এইচএসসি / এ লেভেল বা ডিপ্লোমা পাস

* স্টুডেন্ট ভিসার জন্য এন 5 বেসিক জাপান ভাষা

* জব ভিসার জন্য এন 5 এবং এন ৪ জাপান ভাষা

সুযোগ_সুবিধা

👉 স্থানীয় জাপানি এবং অভিজ্ঞ ভাষা শিক্ষক

👉 শুক্রবার এবং শনিবার ব্যাচের জন্য ছাড়

👉 বই এবং ভাষা উপকরণ

👉 শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ

👉 স্পেকিং এবং লিসেনিং অনুশীলনের জন্য ভাল সাউন্ড সিস্টেম

👉 দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত যত্ন

👉 নাট / জেপিএলটি / জে-টেস্টের জন্য মক টেস্ট / মডেল টেস্ট সুবিধা

👉 বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ভাল পরিবেশ

👉 নেটিভ স্থানীয় শিক্ষকদের সাথে রিয়েল দূতাবাসের সাক্ষাত্কার

অনুশীলনের জন্য কমন রুম

👉 দূতাবাসের সাক্ষাত্কার অনুশীলন

👉 সীমিত আসন

যোগাযোগ :

Daffodil Japan IT Limited

Union Heights 01, level 8

55-2, West Panthapath, Dhaka.

(Adjacent to Square Hospital)

02-9112280, +8801847140105, +8801847140110 +8801713493282

E-mail : info@djit.ac

Website: http://djit.ac/

Sharing is caring!

Leave a Comment