জীবনের সেরা বছর কাটালেন জোকোভিচ
স্পোর্টস ডেস্ক: দারুণ একটি বছর পার করলেন জোকোভিচ। এটিপি ওয়ার্ল্ড ট্যুরে রজার ফেদেরারকে হারিয়ে জিতলেন টানা চতুর্থ শিরোপা, যা প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে এ্ই প্রথম। গতকাল রোববার এটিপি টেনিসের ছয়বারের চ্যাম্পিয়নস ফেদেরার জোকোভিচের কাছে হেরেছেন ৬-৩, ৬-৪ গেমে।
জোকোভিচ বলেন, সত্যিই আমি অসম্ভব গর্বিত। জীবনের সেরা বছর কাটালাম। তবে আমার কোনো অর্জনই সম্ভব হতো না যদি না আমি আমার পরিবারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা পেতাম।’
তিনি আরো বলেন, ‘এমন একটি বছরের অপেক্ষায় ছিলাম, প্রত্যাশায় ছিলাম, এটা বলতে পারব না। তবে আমি যখনই কোর্টে নেমেছি, নিজের কাছ সামর্থ্যের সর্বোচ্চটাই আশা করেছি। ফেদেরারের বিপক্ষে জয়টাকে আলাদা কিছুই মনে করেন জোকোভিচ, ‘ফেদেরার প্রচণ্ড গতি সম্পন্ন। খেলাটা সে দ্রুতগতিতেই খেলে। ওর সঙ্গে সাফল্য পেতে হলে আপনাকে প্রথমেই খেলাটাকে পরিস্থিতি অনুযায়ী সাজিয়ে নিতে হবে। তাঁর খেলায় বৈচিত্র্য অনেক বেশি হওয়ায় প্রতিপক্ষ সমস্যায় পড়ে। ফেদেরারের স্লাইস, ফোরহ্যান্ড, সার্ভিস—সবকিছুই ইতিহাসের অন্যতম সেরা। একজন পরিপূর্ণ খেলোয়াড় সে। আমি জানতাম এই ম্যাচে আমাকে সামর্থ্যের সর্বোচ্চটাই দিতে হবে।’ সংবাদ: বিবিসি। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	