দি প্রমিনেন্ট-এর শুভযাত্রা
বহু বছর আগের কথা; প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন অনুমতি না নিয়ে হাত দেওয়ার অপরাধে যশোরের এক মুদি দোকানী ধমক দিয়ে আমার হাত থেকে দৈনিক পত্রিকা কেড়ে নিয়েছিল। ভাবতে ভাল লাগছে, তার বহু বছর পর আমি একটি পত্রিকা সম্পাদনা করতে চলেছি। আমি ঐ মুদি দোকানীকে চিনি না। জানি না তিনি বেচে আছেন কিনা, থাকলেও আর কখনো দেখা হবে কিনা তাও জানি না। তবে আমি তার কাছে কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করতে পারব না! হয়তো তার ঐ ক্রূর আচরণটুকু খুব বেশি দরকার ছিল।
নতুন কিছু করার, পাঠককে ভাল কিছু উপহার দেওয়ার আকাঙ্খা থেকে আমাদের এই যাত্রা। আশা করছি কর্মসংস্থান হবে কিছু তরুণ সাংবাদিক, লেখকের। পাঠযোগ্য আরও কিছু সংবাদ, ভাবনা, অনুভূতি, রচনা যোগ হবে দেশের গণমাধ্যম জগতে। কথা দিচ্ছি, আমাদের পত্রিকা পড়তে কারো অনুমতি লাগবে না; পড়বেন, লিখবেন, পরামর্শ দিবেন, সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা।
মোস্তাফিজুর রহমান, দি প্রমিনেন্ট সম্পাদক