বৈধতা পাচ্ছেন মালেশিয়ার অবৈধ বাংলাদেশিরা
নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দেশটির পার্লামেন্টে বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।
বৈধতা দেওয়ার বিষয়টির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন নাজিব রাজ্জাক। প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর দেশটিতে বসবাসরত তিন থেকে সাড়ে তিন লাখ অবৈধ শ্রমিকের মধ্যে সাড়া পড়ে গেছে। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা এ ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম সবার আগে সতর্কতার কথা বলেছেন। তিনি জানান, এর আগে এ ধরনের সুযোগের ঘোষণার পর বৈধতা-প্রত্যাশীদের অর্থ ও পাসপোর্ট নিয়ে দালালদের সরে পড়ার ঘটনা ঘটেছিল। এবার এ ধরনের ঘটনা এড়াতে কোনো দালাল না ধরে সরাসরি বাংলাদেশ হাইকমিশন যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি।
বৈধ করার প্রক্রিয়া সম্পাদনের দায়িত্ব দেওয়ার জন্য কিছু কোম্পানির সঙ্গে তিনি এর মধ্যে বৈঠকও করেছেন বলে জানান। এর আগে সাধারণ মালয়েশিয়ার ক্ষমার আওতায় সুযোগ পেয়েও অনেক অবৈধ শ্রমিকই দালাল-বিড়ম্বনায় পড়ে বৈধ হতে পারেননি।