আইপিলের নিলামে মুশফিক
স্পোর্টস ডেস্ক : এতদিন আইপিএলের প্লেয়ার ড্রাফটে ছিল বাংলাদেশের চার ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, সৌম্য সরকার ও তাসকিন আহমেদের নাম। এবার তাঁদের সঙ্গে যোগ হয়েছে আরেকটি নাম—বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ভারতের এই আকর্ষণীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মুশফিকের নাম রয়েছে উইকেটরক্ষকের তালিকায়। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপি।
আগামী ৬ ফেব্রুয়ারি হবে আইপিএলের নিলাম। এর পরই জানা যাবে মুশফিকসহ বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের ভাগ্য। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগেই দলে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল আয়োজক কমিটি প্লেয়ার ড্রাফটে এরই মধ্যে ৩৫১ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে, যার মধ্যে বাংলাদেশের পাঁচজন। আগামী ৯ এপ্রিল থেকে ২৯ মে হবে আইপিএল নামে পরিচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম আসর।
বোলারের তালিকায় তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজের ভিত্তিমূল্য ৫০ লাখ আর তাসকিন আহমেদের ৩০ লাখ ভারতীয় রুপি। ব্যাটসম্যানের তালিকায় থাকা তামিমের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। সৌম্য সরকারকে রাখা হয়েছে অলরাউন্ডারের তালিকায়। তাঁর ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।