তৈলাক্ত ত্বকের সমাধান

তৈলাক্ত ত্বকের সমাধান

রিক্তা রিচি: তৈলাক্ত ত্বক নিয়ে অনেকেই বিপাকে থাকেন। কারণ তৈলাক্ত ত্বকের কারণে মানুষকে নির্জীব ও আকর্ষণহীন দেখায়। শুধু তাই নয়, তৈলাক্ত ত্বকের কারণে কালো আচিল, সাদা আচিল ইত্যাদির আবির্ভাব হয়। বিভিন্ন কারণে ত্বক তৈলাক্ত হতে পারে-যেমন: বংশগত, ত্বকের সঠিক যত্ন না নেওয়া, দুশ্চিন্তা, হরমোনের অসঙ্গতি, বিভিন্ন প্রসাধন পণ্যের ব্যবহার ইত্যাদি।

যাহোক, মুখের তৈলাক্ততা দূর করার কিছু কার্যকরী উপাদান আছে যা ব্রণ, তৈলাক্ত ভাব দূর করে। এসব উপাদানের নিয়মিত ব্যবহার নিশ্চিতভাবে ত্বকের সমস্যা, বিশেষভাবে তৈলাক্ততা নিশ্চিতভাবে দূর করবে।


দুধ

  • তৈলাক্ত ত্বকের সুস্থতায় দুধ দারুণ কাজ করে। একটি কটন বল দুধে ভিজিয়ে তা দিনে দুইবার মুখে ব্যবহার করতে পারেন। আরও নির্মল ত্বক পেতে দুধের সাথে লেবুর রস ব্যবহার করতে পারেন।

কমলা লেবু

  • কমলালেবু ভিটামিন সিতে ভরপুর যা ত্বকের তৈলাক্ততা দূরীকরণে সাহায্য করে। একটি কমলালেবুকে দুইভাগ করে রসটুকু ত্বকে ব্যবহার করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে পরিষ্কার করে ফেলুন। এই পদ্ধতি ত্বকের তৈলাক্ততা দূর করতে সাহায্য করবে।
তৈলাক্ত ত্বকের চিকিৎসায় এলোভেরা ব্যবহার করুন। ছবি : লেথো ডটকম।
তৈলাক্ত ত্বকের চিকিৎসায় এলোভেরা ব্যবহার করুন। ছবি : লেথো ডটকম।

এলোভেরা

  • তৈলাক্ত ত্বকের চিকিৎসায় এলোভেরা সর্বোত্তম প্রতিকার করে। এলোভেরার রস বের করে নিয়ে তা পুরো মুখে লাগিয়ে নিন। কিছুক্ষণ পর তা ধুয়ে ফেলুন। সর্বোচ্চ ফলাফলের জন্য দিনে দুইবার ব্যবহার করুন।

মধু

  • মধু এমন একটি উপাদান যা ত্বকে পুষ্টি যোগায়। সমপরিমাণ মধু ও লেবুর রস একত্রে মিশিয়ে নিন। এই মাস্কটি ত্বকে ব্যবহার করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি তেলতেলে ভাব দূর করতে সহায়তা করবে।

নিম

  • নিমের রয়েছে এন্টিব্যকটেরিয়াল ধর্ম এবং বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা সারানোর গুণাগুণ। এটি ব্রণ, তৈলাক্ত ত্বকের প্রতিকার হিসেবে কাজ করে। নিমের পেস্ট ব্যবহার করুন এবং নির্দিষ্ট সময় পর তা ধুয়ে ফেলুন। দেখবেন ব্রন, আচিল, তৈলাক্ত ত্বকের সমস্যা দূর হয়ে যাবে।favicon59

Sharing is caring!

Leave a Comment