পড়তে চাইলে ট্যুরিজম

পড়তে চাইলে ট্যুরিজম

মো. সাইফ : বাংলাদেশের সম্ভাবনাময় একটি সেক্টর হচ্ছে পর্যটন। প্রতিনিয়ত এই খাতে কাজের সুযোগ বাড়ছে।ফলে,বর্তমান প্রেক্ষাপটে তরুণদের পড়ালেখার অন্যতম চাহিদাসম্পন্ন বিষয় এখন টুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে থাকা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কার্যক্রম শুরু হয় ২০০৭ সালে। ট্যুরিজমের অপার সম্ভাবনার কথা মাথায় রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেশে সর্বপ্রথম বিষয়টি উচ্চশিক্ষায় অন্তর্ভুক্ত করে।

ভৌগলিক কারণেই বাংলাদেশের অবস্থান এবং আবহাওয়া পর্যটনের জন্য খুবই উপযুক্ত। বাংলাদেশের চার পাশেই ছড়িয়ে আছে নদী, উপত্যকা, ম্যানগ্রোভ বন, ইকোপার্ক, পাহাড়ি সৌন্দর্য, বিশাল সমুদ্র; যা একটি পর্যটন শিল্পের জন্য খুবই প্রয়োজন। কিন্তু সঠিক অবকাঠামো ও যোগ্য ব্যাক্তিদের অভাবে স্বাধীনতার ৪৪ বছর পরও পর্যটনের অগ্রগতি তেমন হয়নি। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত,সিঙ্গাপুর,মালয়েশিয়া প্রতিবছর অর্থনীতির একটা সিংহভাগ অর্জন করছে শুধুমাত্র পর্যটন দিয়েই।এইসব বিবেচনায় বাংলাদেশেও পর্যটনের বিস্তার ঘটানো এবং পর্যটনকে উচ্চশিক্ষার আওতায় নিয়ে আশা ছিল সময়ের দাবি।

বাংলাদেশি হিসেবে পর্যটনের ওপর সর্বপ্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করেন অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল ইসলাম। গ্রিসের এথেন্স ইউনিভার্সিটি অব ইকোনোমিক্স অ্যান্ড বিজনেস থেকে তিনি পর্যটনের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। অর্থনীতিতে পর্যটনের গুরুত্ব অনুধাবন করে তিনি সিনেট সভায় প্রথম টুরিজম ইন্সটিউট করার প্রস্তাব তুলে ধরেন। পরবর্তিতে ২০০৭ সালে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে চালু হয় টুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

কীভাবে ভর্তি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে পড়তে চাইলে সি ইউনিটের অধীনে প্রতিযোগিতামুলক পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ হতে হবে।

কোথায় পড়া যায়: ব্যপক চাহিদা থাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশসহ বেশি কটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন ট্যুরিজম নিয়ে পড়ার সুযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশ পর্যটন কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের ওপর স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্স করায়।

কাজের সুযোগ : বিভিন্ন ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠান, নামি দামি হোটেল, এয়ারলাইন্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়া ব্যাংক বীমাসহ কর্পোরেট প্রতিষ্ঠান গুলোতেও চাকরি করার সুযোগ থাকায় দিন দিন জনপ্রিয় হচ্ছে এই বিষয়টি।favicon59

Sharing is caring!

Leave a Comment