আত্মঘাতী গোলে ইউনাইটেডের হার

আত্মঘাতী গোলে ইউনাইটেডের হার

স্পোর্টস ডেস্ক :এক মৌসুম পর এবারের চ্যাম্পিয়নস লিগে সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকেই। এবার আগামী মৌসুমে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খেলার স্বপ্নই আবার ভেস্তে যেতে চলেছে ‘রেড ডেভিল’দের।

শনিবার প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট তালিকায় সেরা চারে থাকার লড়াইয়ে বড় ধরনের ধাক্কাই খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমানে তালিকায় চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে লুইস ফন গালের দল (২৬ ম্যাচে ৪১ পয়েন্ট)। সিটির চেয়ে  ইউনাইটেড আবার এক ম্যাচ বেশিও খেলে ফেলেছে। সান্ডারল্যান্ডের মাঠ স্টেডিয়াম অব লাইটে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ম্যানচেস্টার ইউনাইটেড।

তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে তারা। ওহাবি খাজরির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। অবশ্য ৩৯ মিনিটে অতিথিদের ১-১ সমতা ফেরান অ্যান্থনি মার্টিয়াল। কিন্তু ৮২ মিনিটে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার এক আত্মঘাতী গোল ইউনাইটেডের সর্বনাশ করে।

প্রতিপক্ষের ডিফেন্ডার লামিনে কোনের হেড স্প্যানিশ গোলরক্ষকের হাতে লেগে ইউনাইটেডের জালে জড়িয়ে যায়। শেষ পর্যন্ত তাই পরাজয়ের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয় অতিথিদের। favicon59

Sharing is caring!

Leave a Comment