বাংলাদেশ বেশ কঠিন প্রতিপক্ষ : ধোনি
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে গত কয়েক মাস ভারত একরকম অপ্রতিরোধ্যই। কিন্তু বাংলাদেশকে বেশ কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন ধোনি। তবে ধোনি বাংলাদেশকে হুংকারও দিয়ে রাখলেন। তিনি বলেন, ‘আপনারা তো দেখতে পাচ্ছেন, এই বছর টি-টোয়েন্টিতে আমাদের দলটা দেখিয়ে দিচ্ছে, আমরা যে কোনো কন্ডিশনেই খেলতে পারি। আমি ৫০ ওভারের ম্যাচ নিয়ে কিছু বলছি না। কিন্তু টি-টোয়েন্টিতে আমরা যে কোনো জায়গায় খেলার ক্ষমতা রাখি।’
বাংলাদেশকে সমীহ করে তিনি আরো বলেন, ‘আমি আগেই বলেছি, যে কোনো ভালো দল নিজের দেশের কন্ডিশনটা ভালোভাবে ব্যবহার করতে পারে। স্বাগতিকদের হারানো সব সময়ই বড় একটা চ্যালেঞ্জ। আর বাংলাদেশ গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। তাদের শক্তি অনেক বেড়েছে। ভালো একটা ফাইনালই হওয়ার কথা।’
মিরপুরের সিমিং কন্ডিশনট নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় না স্বাগতিকেরা বাড়তি কোনো সুবিধা নিচ্ছে। আমরা এখানে চার থেকে পাঁচটা ম্যাচ খেলেছি। উইকেট ও কন্ডিশনের সঙ্গে আমরা এর মধ্যেই অনেকটা ধাতস্থ হয়ে গেছি।’