নিউজিল্যান্ডে লেজবিহীন তিমি

নিউজিল্যান্ডে লেজবিহীন তিমি

  • আন্তর্জাতিক ডেস্ক

নিউজিল্যান্ডের সাগরে একটি লেজবিহীন হাম্পব্যাক তিমি দেখা গেছে। সোমবার দক্ষিণ নিউজিল্যান্ডের কাইকোরা সংলগ্ন সাগরে তিমিটিকে প্রথম দেখা যায়। সংবাদ : বিবিসি।

বিবিসি জানাচ্ছে. ঠিক কীভাবে তিমিটি তার লেজ হারিয়েছে সেসম্পর্কে স্থানীয় প্রাণি সংরক্ষণ রেঞ্জার মাইক মরিসি জানাতে পারেননি। তবে মাছ ধরা জালে আটকে গিয়ে তিমিটি তার লেজ খুইয়েছে বলেই মনে করা হচ্ছে।

লেজ হারানো তিমিটিকে মারাত্মকভাবে আহত মনে হলেও মাইক জানিয়েছেন, বিশাল এই স্তন্যপায়ী প্রাণিটি দিব্যি সাগরে সাঁতরে বেড়াচ্ছে। তিমিটির স্বাস্থ্য ভালো রয়েছে এবং শরীরের পাশের পাখনা দিয়ে পানিতে ঘুরপাকও খাচ্ছে সে।

মাছ ধরার জালে আটকে অনেক সময়ই তিমিরা আহত হয়। আঘাত গুরুতর হলে অনেক সময় মারা পড়ার ঘটনাও ঘটে। আহত তিমিটি দেখে ধারণা করা হচ্ছে গত বছর কোন সময়ে লেজ কাটা পড়েছে তার।favicon59

Sharing is caring!

Leave a Comment