পাঁচ উদ্যোক্তা পেলেন এসএমই পুরস্কার

পাঁচ উদ্যোক্তা পেলেন এসএমই পুরস্কার

  • নিউজ ডেস্ক

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের পাঁচ উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৬’ দিয়েছে  এসএমই ফাউন্ডেশন। পাঁচটি ক্যাটাগরিতে এসব পুরস্কার দেওয়া হয়।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ (৩ এপ্রিল) শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ‘জাতীয় এসএমই মেলা-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের হাতে নগদ এক লাখ টাকার চেক, ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন।

বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা পুরস্কার পুরুষ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মো. লুৎফর রহমান। তাঁর কোম্পানির নাম সাজু ইন্টারন্যাশনাল, ঢাকা।  আর নারী ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মাছুদা ইয়াসমিন ঊর্মি। চামড়াজাত পণ্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার পেয়েছেন।

কাজী সাজিদুর রহমান বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পুরুষ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিষ্ঠানের নাম কেপিসি ইন্ডাস্ট্রিজ। এবং নারী ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন সুলতানা নুরজাহান। তাঁর কোম্পানি তাজনুর ফুড, চট্টগ্রাম।

 এ ছাড়া বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন এ টি এম সামসুজ্জামান। তাঁর কোম্পানি কিউভিসি বিডি লিমিটেড।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বিক্রয় ও ক্রেতা-বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শুরু হয়েছে পাঁচদিনব্যাপী জাতীয় এসএমই মেলা।favicon59

Sharing is caring!

Leave a Comment