টম ক্রজের নায়িকা হচ্ছেন হুমা কোরেশি
- বিনোদন ডেস্ক
প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনই নয় এবার হলিউডে নাম লেখাচ্ছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘বদলাপুর’ খ্যাত নায়িকা হুমা কোরেশি। তিনি ‘দ্য মমি’ সিরিজের তৃতীয় সিরিজে অভিনয় করবেন। এর মধ্যে তিনি সিনেমাটির জন্য অডিশনও দিয়েছেন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন হলিউডের সুপারস্টার টম ক্রুজ। সংবাদ : এনডিটিভি।
এখন অডিশনে ভালো করলেই টমের বিপরীতে মূল নায়িকা হবেন হুমা কোরেশি। সোফিয়া বুতেলার অভিনয়ের ব্যাপারটি অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে, তবে তিনি থাকবেন খলচরিত্রে! হুমার মুখপাত্র এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতিতে হুমার অডিশনের খবরটি নিশ্চিত করেন।
হুমা বর্তমানে ব্যস্ত আছেন ‘অক্যুলাস’ সিনেমার কাজ নিয়ে। এটি হলিউডি সিনেমার হিন্দি রিমেকে। এ ছবিতে তার ভাই এবং অভিনেতা সাকিব সেলিমকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন হুমা। এছাড়া ‘বদলাপুর’ সিনেমার জন্যও বেশ প্রশংসিত হয়েছেন তিনি। দুটি সিনেমাতেই তার বিপরীতে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।