বইয়ের প্রচ্ছদে প্রধানমন্ত্রীর ছবি ছাপানোর পরামর্শ
- নিউজ ডেস্ক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রাথমিক পর্যায়ের সবেগুলো নতুন বইয়ের প্রচ্ছদে প্রধানমন্ত্রীর ছবি ছাপানোর সুপারিশ করেছে। তারা বলেছে এসব বইয়ে যে শ্লোগান ছাপানো হয় তা প্রধানমন্ত্রীর ছবির সাথে ছাপা হোক। এই কমিটি মনে করেন প্রধানমন্ত্রীর বই বিতরণের সর্বশেষ ছবি নতুন বইতে ছাপানো হলে বই বিতরণে অনিয়ম বন্ধ হবে।
এ ব্যাপারে কমিটির সভাপতি মোতাহার হোসেন এক প্রশ্নের জবাবে বিবিসিকে বলেন, এর মাধ্যমে বই নিয়ে অনিয়ম বন্ধ হবে। তিনি আরো বলেন, প্রতি বছর পাঁচ শতাংশ অতিরিক্ত বই ছাপানো হয়। যা পরের বছরের নতুন বইয়ের সাথে জুড়ে দেওয়া হয়। আর এই চক্রের সাথে এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও ঠিকাদার এর সাথে যুক্ত থাকেন।
উল্লেখ্য বাংলাদেশে প্রতি বছর প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ১০ কোটিরও বেশি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়। যে কার্যক্রম প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেন। শিক্ষার্থীদের মাঝে এটি বই উৎসব হিসেবে ভালো পরিচিতি পেয়েছে।
সংবাদ : বিবিসি।