এক মাস সময় বাড়লো সিম নিবন্ধনের

এক মাস সময় বাড়লো সিম নিবন্ধনের

  • নিউজ ডেস্ক

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধনের শেষ দিন ছিল আজ। তবে সময়সীমা আরো এক মাস বাড়িয়েছে সরকার। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত সিম পুনঃনিবন্ধন করা যাবে। এরপর যেসব সিমের নিবন্ধন থাকবে না, সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

আজ বিকালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গত ১৬ ডিসেম্বর থেকে আঙুলের ছাপ নিয়ে মোবাইল সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। উদ্দেশ্য ছিল অপরাধী সনাক্ত করা।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, “৩১ মে রাত ১২টার পর কোনো সতর্ক সঙ্কেত ছাড়া সাময়িক নয়, আমরা সম্পূর্ণভাবে সিমটি ডি-অ্যাকটিভ করে দেব।” এখনও যারা সিম নিবন্ধন করেননি, তাদের পুনঃনিবন্ধনের জন্য সতর্কবার্তাও দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে অনিবন্ধিত কিছু সিম ১ মে থেকে ৩১ মে পর্যন্ত সময়ের মধ্যে এক বারের জন্য তিন ঘণ্টা বন্ধ রাখা হবে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ৩১ মে রাত ১২টার পর অনিবন্ধিত সব সিম বন্ধ হয়ে যাবে। আর এই বন্ধ হয়ে যাওয়া সিমগুলো পরবর্তী ১৫ মাসের জন্য বিক্রি স্থগিত থাকবে। favicon59

Sharing is caring!

Leave a Comment