ধারণার চেয়ে ভয়াবহ জিকা ভাইরাস
- আর্ন্তজাতিক ডেস্ক
মশাবাহিত জিকা ভাইরাসকে যতোটা ভয়াবহ ভাবা হয়েছিল এটি তার চেয়েও বেশি বিপদজনক বলে জানিয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা।
তারা বিবিসিকে বলেছেন, জিকা ভাইরাস মানুষের স্নায়ুতন্ত্রের অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও জিকাতে আক্রান্ত গর্ভবতী মায়েদের প্রতি পাঁচজনের একজন এই ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়।
ব্রাজিলের অধিকাংশ চিকিৎসক এবং গবেষকরা একমত হয়েছেন যে জিকা ভাইরাসের সাথে শিশুদের অস্বাভাবিক ছোট মাথা নিয়ে জন্ম নেয়া বা মাইক্রোসেফালির যোগসূত্র রয়েছে। তারা আরো জানিয়েছেন, আগে ধারণা করা হতো জিকা আক্রান্ত গর্ভবতী নারীদের এক শতাংশের সন্তান মাইক্রোসেফালিতে আক্রান্ত হয়। তবে গবেষণায় দেখা গেছে গর্ভবতী নারীদের ২০ শতাংশ পর্যন্ত মাইক্রোসেফালি আক্রান্ত শিশুর জন্ম দিতে পারে।
বিবিসি ব্রাজিলের চিকিৎসকরা বলেছেন, জিকা ভাইরাসের সাথে গুলান-বার সিন্ড্রমের সম্পর্ক রয়েছে। যা স্নায়ুতন্ত্রের জন্য একটি বিরল প্রজাতির রোগ। এই রোগের কারণে মানুষ সাময়িকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে পারে।
এখনো পর্যন্ত জিকা ভাইরাসের কোন টিকা কিংবা ওষুধ তৈরি হয়নি। তবে রোগীদের প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দেন চিকিৎসকরা।