লেনদেন এবং সূচকের পতন হয়েছে

লেনদেন এবং সূচকের পতন হয়েছে

  • নিউজ ডেস্ক 

গতকাল বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস সূচকের পতনে উভয় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়। এছাড়া কমে গেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

গতকাল দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক (ডিএসইএক্স) ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩১৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৭৩ পয়েন্টে।

ডিএসইতে ৩২২ কোটি ২ লাখ টাকা লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ১০৮ কোটি ৬৭ লাখ টাকা কম। লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।

দিনশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৮৫ পয়েন্টে। লেনদেন হয়েছে  ১৮ কোটি টাকা। লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

Sharing is caring!

Leave a Comment