বাজারে মৌসুমী ফল
- নিউজ ডেস্ক
মধু মাসের শুরুতে রাজধানীর বিভিন্ন বাজার ভরে উঠেছে মৌসুমী সব ফলে। আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুলসহ বিভিন্ন ফলের মম গন্ধে এখন রাজধানীর আড়তগুলোতে। তবে মৌসুমের প্রথম ফল বলে দামটা একটু চড়া। মধু মাস জৈষ্ঠ্য। আর এ মাস মানে বাজারে সব রসালো ফলের সমারোহ। আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুলসহ হরেক রকমের মৌসুমী ফল দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভর্তি ট্রাক আসছে রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন আড়তে।
মধু মাসের অন্যতম ফল লিচু। গেল সপ্তাহ থেকে নগরবাসীর রসনাবিলাসের তৃপ্তি মেটাতে বাজারে পাওয়া যাচ্ছে ঈশ্বরদীর বোম্বাই লিচু। রসে ভর্তি লাল টকটকে এসব লিচুর স্বাদও অতুলনীয়। পাইকারী বিক্রেতারা বলছেন, রমজানের আগ পর্যন্ত ঈশ্বরদীর বোম্বাই লিচু চলবে আর রমজানের পরে দিনাজপুরের লিচু বাজারে আসবে। তবে এ বছর আবহাওয়ার কারণে গতবছরের তুলনায় লিচুর পরিমাণ কম।
সেকারণে দাম বেশি হওয়ার ভাবনায় পড়তে হচ্ছে খুচরা বিক্রেতাদের। তারা বলছেন, চাহিদা অনুযায়ী ফল কম। কিন্তু সপ্তাহখানেক পর আরো বেশি আমদানি হবে মনে করছেন খুচরা বিক্রেতারা। আমদানি খুব বেশি না হলেও বাজারে মিলছে সাতক্ষীরার বিভিন্ন জাতের আম। নতুন ফলের পাশাপাশি তরমুজ, বাঙ্গি, আনারস, পেঁপেসহ নানা সুস্বাদু ফল নগরবাসীর রসনা বিলাসের চাহিদা মেটাচ্ছে। তবে বিক্রেতারা বলছেন মধুমাস চলে আসায় বিক্রিতে টান পড়েছে এসব ফলে।
আগামী সপ্তাহের মধ্যে আম লিচুতে বাজার সয়লাব হয়ে যাবে আশা বিক্রেতাদের। রাজধানীবাসীর প্রত্যাশা আসছে রমজানে মধু মাসের মধুরসে তৃষ্ণা মিটবে রোজাদারদের।