ড্যাফোডিলে ’ভবিষ্যৎ নেতৃত্ব’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ড্যাাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাপান ভিত্তিক সেচ্ছাসেবী যুবসংগঠন ইয়ুথ এগনেস্ট হাঙ্গারের আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির পৃষ্ঠপোষকতায় আজ (২০ মে) ‘গ্রুমিং ফিউচার ইয়েহ লিডার্স’ শীর্ষক দিনব্যপী কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ডি.টি.-০৫ ব্যাংককুয়েট হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
যুব সমাজ দেশ ও জাতির ভবিষ্যৎ। যুব শক্তি ও মেধাকে কাজে লাগিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব তথা দেশের উন্নন দ্রুত সম্ভব। একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশায় যুবকদের সংগঠিত করা, তাদের আত্মশক্তিকে বিকশিত করা এবং দক্ষ নেতা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে এই কর্মশলার আয়োজন করা হয়।
উক্ত কর্মশলায় ইয়ুথ এগেইনেস্ট হাঙ্গার জাতীয় কমিটির সকল নির্বাহীগণ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অব লেদার ইঙ্গিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ইউনিট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক সেচ্ছাসেবক অংশগ্রহণ করে। ‘ক্ষুধার কাছে পরাজয় নয়, বরং ক্ষুধাকে পরাজিত করার সুযোগ দাও’- এই প্রত্যয়ে ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্যরা কাজ করছে। ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের সদস্যরা সৃজনশীল, ধর্ম নিরপক্ষ এবং সংস্কৃতিমনা
কর্মশলায় প্রধান আলোচক হিসেবে যুবদের চেতনা জাগ্রত এবং কীভাবে দক্ষ নেতা হওয়া সম্ভব এর উপর আলোচনা করেন জনাব আতাউর রহমান মিটন, কান্ট্রি ডিরেক্টর, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশে। তাছাড়া বিভিন্ন সেশনে আলোচনা করেন জনাব ওয়ারেশ আনছারী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম, আঞ্জুমান আখতার, প্রোগ্রাম ডিরেক্টর, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশে, শেখ নাফিজ আহমেদ, সহ-ব্যবস্থাপক, বাটা সু কোম্পানী লিমিটেড বাংলাদেশ এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ জাতীয় কমিটির সভাপতি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির, আইন বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল কাইয়ুম কাফি।
আয়োজকরা বলেন যুবদের আত্মশক্তিকে বিকশিত করে, যোগ্য যুব নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং শান্তি প্রতিষ্ঠা করতে চায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী মেলেটারি ইনস্টিটিউটের এবসানা সারিয়া বলেন, আমি ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সাথে কাজ করতে পেরে খুবই আনন্দিত। আজকের কর্মশলা থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চায়।
কর্মশলা শেষে কেক কেটে ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের ১৫ বছর পূর্তি উদযাপন করা হয়।