সরকারি পলিটেকনিকে ভর্তির ফল ২৬ জুন
- ক্যাম্পাস ডেস্ক :
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ১ লাখ ৬৫ হাজার ১৭৭ জন শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করেছেন। ভর্তির জন্য ফলাফল প্রকাশ করা হবে আগামী রোববার (২৬ জুন) দুপুর ২টায়।
কারিগরি শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.techedu.gov.bd) এবং ভর্তির জন্য আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফল পাওয়া যাবে। এবছর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে দেশের ১১৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রথম ও দ্বিতীয় শিফটে মোট ৫৭ হাজার ৭৮০টি আসনে ভর্তি করানো হবে। আবেদন করার শেষ তারিখ ছিলো ২০ জুন।
প্রথম শিফটে ৩২ হাজার ৩৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৯ হাজার ৭১৮টি এবং দ্বিতীয় শিফটে ২৫ হাজার ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬৫ হাজার ৪৫৯টি।
গত বছর দুই শিফটে আসন সংখ্যা ছিলো ৩১ হাজার ৫৬০টি। এবার আসন বাড়ানো হয়েছে ২৬ হাজার ২২০টি।