ব্রডকাস্ট মিডিয়ায় ক্যারিয়ার
- ক্যারিয়ার ডেস্ক
বিগত বছরগুলোতে মিডিয়ার প্রসার ঘটেছে ব্যাপকভাবে। অনেকেই এখন এই মাধ্যমে ক্যারিয়ার গড়তে আগ্রহী। ব্রডকাস্ট মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয়সংখ্যক দক্ষ গণমাধ্যমকর্মী তৈরি করতেই পাঠশালা এখান থেকে কোর্স শেষ করে একজন শিক্ষার্থী টেলিভিশন সাংবাদিক, উপস্থাপক, প্রযোজক, ভিডিওগ্রাফার, ভিডিও এডিটরসহ আরও অনেক পেশায় কাজ শুরু করতে পারেন।
প্রভা জিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক করেছেন। তাঁর ইচ্ছা প্রামাণ্যচিত্র বানানো। সেই সূত্র ধরেই ব্রডকাস্ট অ্যান্ড ক্রস মিডিয়া জার্নালিজমের ওপর একটি কোর্স করছেন। ভবিষ্যতে তিনি ক্যারিয়ার গড়বেন এই বিষয়ের ওপর।
মেহনাজ পারভিন সাংবাদিক। কাজ করছেন একটি বেসরকারি টেলিভিশনে। মেহনাজ বলেন, ‘টেলিভিশন চ্যানেলে টিভি রিপোর্টিং ও ডকুমেন্টরি তৈরির কাজ যেমন করতে হয়, তেমনি এখানে ওয়েবসাইটের কাজও থাকে। তাই বলব, এই কোর্স আমার সব কাজেই লাগবে।’
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের অর্ণব চক্রবর্তী এই কোর্স সম্পর্কে বলেন, ‘আমরা পাঠশালার ব্রডকাস্ট ও মাল্টিমিডিয়া বিভাগ থেকে চাই, একজন আগ্রহী প্রার্থীকে তাঁর পছন্দের পেশার জন্য উপযুক্ত করে তোলা। টেলিভিশন বা রেডিও, যেখানেই হোক, ব্রডকাস্ট মিডিয়া মানেই গল্প বলার দক্ষতা থাকতে হবে। আমরা সেটাতেই দক্ষ করে গড়ে তুলতে চেষ্টা করছি। বর্তমানে এখানে যে কোর্সগুলোর ওপর প্রশিক্ষণ হচ্ছে, তা হলো ফিল্ম মেকিং, সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা অপারেশন, ভিডিও এডিটিং এবং সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা। এই চারটি বিষয়ে তিন মাসের সার্টিফিকেট কোর্স করানো হচ্ছে।’
যোগাযোগ: পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি। বাড়ি-৫৮, রোড-১৫/এ (নতুন), ধানমন্ডি, ঢাকা। ফোন: ৯১৩৩৯৩৮, ০১৭৮০৩৭৯৩৯৯, ই-মেইল: admission@pathshala.net

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	