প্রাথমিক সমাপনী পরীক্ষা আর নয় অভিন্ন প্রশ্নপত্রে
- নিউজ ডেস্ক
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় চলতি বছর থেকে আর অভিন্ন প্রশ্নপত্র থাকছে না। আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী পরীক্ষা আটটি বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে গ্রহণ করা হবে।
সচিবালয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ এর জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকিসহ সকল ধরনের অনিয়ম ও দুর্নীতি রোধে ভিন্ন ভিন্ন ও একাধিক সেটে বিভিন্ন বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার প্রশ্নপত্র একইমানের থাকবে।
মোস্তাফিজুর রহমান জানান, এবারের প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ২০ হাজারসহ মোট সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ লাখ ৪৫ হাজার। গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৯ লাখ ৫০ হাজার ৭৬৪ এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬৪ হাজার ১৩৪ জন। পাসের হার ছিল যথাক্রমে শতকরা ৯৮ দশমিক ৫২ ও ৯৮ দশমিক ১৩ ভাগ।
স্টিয়ারিং কমিটির বৈঠকে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট প্রদান করা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাধ্যমে পরীক্ষার কর্মসূচি প্রণয়ন, একই উপজেলা/থানার পরীক্ষার্থীদের উত্তরপত্র একই জেলার ভিন্ন ভিন্ন উপজেলা/থানা পরীক্ষক দ্বারা মূল্যায়ন, ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।