স্কুল ছেড়েও অস্কারের ​মঞ্চে

স্কুল ছেড়েও অস্কারের ​মঞ্চে

  • লিডারশিপ ডেস্ক 

অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-জয়ী মার্কিন অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক। দ্য গিফট, ইনসমনিয়া, রেড ডাস্ট, ফ্রিডম রাইটার্স নামে জনপ্রিয় সব চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মা ছিলেন নৃত্যশিল্পী আর বাবা বিপণন কর্মকর্তা। কৈশোরে সোয়াঙ্ক ওয়াশিংটনের সেহোম হাইস্কুলে পড়েছেন। মাত্র নয় বছর বয়সেই দ্য জাঙ্গল বুক গল্পের এক চরিত্রে মঞ্চে অভিনয় করেন তিনি। স্কুলে থাকাকালীন জুনিয়র অলিম্পিকেও অংশ নেন। সোয়াঙ্ক এমনই ক্রীড়ামোদী ছিলেন যে সাঁতারে ওয়াশিংটনের স্টেট চ্যাম্পিয়নও হয়েছিলেন। জিমন্যাস্টিকসেও পারদর্শী ছিলেন। ১৫ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার সাউথ প্যাসেডেনা হাইস্কুলে ভর্তি হন। মা-বাবার বিচ্ছেদের কারণে মানসিক বিষাদ আর হতাশার মধ্যেও চলছিল তাঁর পড়ালেখার চেষ্টা। নতুন স্কুলে ভর্তির এক বছরের মধ্যেই পড়াশোনাকে বিদায় জানান তিনি। প্রায় দুই বছর টিভি সিরিয়ালে অভিনয়ের পর একসময় সোয়াঙ্কের জন্য খুলে যায় হলিউডের দরজা। তারপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
সূত্র: বায়োগ্রাফি ডট কমfavicon59

Sharing is caring!

Leave a Comment