চবিতে আসন বৃদ্ধি : আবেদনের যোগ্যতায় পরিবর্তন
- ক্যাম্পাস ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) বর্ষে সাধারণ আসনসহ ১৩৮টি আসন বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এ বছর আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৭৯১ তে।
ভর্তি কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক শাখা) এস এম আকবর হোছাইন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, ১৩৮ আসনের মধ্যে কলা ও মানব বিদ্যা অনুষদ, আইন অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, জীব বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগে সাধারণ আসনে ৮০টি, মুক্তিযোদ্ধা কোটায় ৫৩টি এবং খেলোয়াড় (পেশাদার) কোটায় ৫টি আসন বাড়ানো হয়েছে।
এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে ১টি করে ৫৩টি আসন বাড়ানো হয়েছে। তবে খেলোয়াড় (পেশাদার) কোটায় বৃদ্ধি পাওয়া আসন সংখ্যা শুধু মাত্র ফিজিক্যাল অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের জন্য। আকবর আরো জানান, কলা ও মানব বিদ্যা অনুষদ ও শিক্ষা অনুষদ ছাড়া অন্য অনুষদগুলোয় আবেদনের যোগ্যতায় পরিবর্তন আসছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এ লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর রাত পর্যন্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।