ইবির ভর্তি আবেদন ১৫ সেপ্টেম্বর শুরু
- ক্যাম্পাস ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ২০ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে ভর্তি ইচ্ছুরা। বুধবার বেলা ১২টায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনোসংযোগ অফিস সূত্রে জানা যায়, ভর্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভর্তি ফরমের মূল্য এ বছর ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। গত বছর প্রত্যেক ইউনিটের ভর্তি ফরমের মূল্য ৪০০ থাকলেও এ বছর তা বৃদ্ধি করে ৪৫০ টাকা করা হয়েছে।
এছাড়া ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পাঁচটি আসন বৃদ্ধি করা হয়েছে। ভিসি অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রো-ভিসি অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি প্রমুখ। এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ফরম বিতরণ শুরু হয়ে চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) বিস্তারিত তথ্য জানা যাবে।