- লিডারশিপ ডেস্ক
জিম ওয়ালটন ১৯৪৮ সালের ৭ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের নিউটাউনে জন্মগ্রহণ করেন। সর্বশেষ তথ্যানুসারে চার সন্তানের জনক ৬৬ বছর বয়সী জিম ওয়ালটনের সম্পদের পরিমাণ ৩৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। থাকেন আর্কানসাসের বেনটোনভিলে।
মার্কিন চেইন-স্টোর জায়ান্ট ওয়ালমার্ট করপোরেশনের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের ছোট ছেলে জিম ইউনিভার্সিটি অব আর্কানসাস থেকে ব্যবসায় প্রশাসনে গ্র্যাজুয়েশন করে ১৯৭২ পারিবারিক ব্যবসায় যোগ দেন। ১৯৭৫ সালে ওয়ালটন এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট নিযুক্ত হন। ওয়ালমার্টের বোর্ড অব ডিরেক্টরের দায়িত্ব পান ২০০৫ সালে। বর্তমানে তিনি পারিবারিক মালিকানাধীন আরভেস্ট ব্যাংকের সিইও। ১ দশমিক ৮ বিলিয়নের সম্পদের এ ব্যাংকের শাখা রয়েছে যুক্তরাষ্ট্রের আর্কানসাস, কানসার্স, ওকলাহোমা ও মিসৌরি অঙ্গরাজ্যে।
২০১২ সালে আরভেস্টে ব্যাংকের আয় ছিল ১০০ মিলিয়ন ডলার। ওয়ালমার্ট-আরভেস্টে ব্যাংক ছাড়াও জিম ওয়ালটনের মালিকানায় রয়েছে সংবাদপত্র ফার্ম কমিউনিটি পাবলিশার্স ইন্টারকরপোরেশন (সিপিআই)। ২০১৩ সালে বিশ্বজুড়ে ওয়ালমার্টের বিক্রির পরিমাণ ছিল ৪৭০ বিলিয়ন ডলার; সেখান থেকে ট্যাক্স বাদ দিয়ে জিমের আয় হয় ৪৭৫ মিলিয়ন ডলার।
ব্যবসার পাশাপাশি জনদরদি হিসেবেও তার ব্যাপক পরিচিতি রয়েছে। ২০০৮-১৩ পর্যন্ত তিনি তার ভাইবোনদের সঙ্গে মিলে ২ বিলিয়ন ডলার দান করেছেন ওয়ালটন ফ্যামিলি ফাউন্ডেশন থেকে।