গেম চেঞ্জার শাহনাজ

গেম চেঞ্জার শাহনাজ

  • লিডারশিপ ডেস্ক

বাংলাদেশী উদ্যোক্তা দূরীন শাহনাজ এ বছর এশিয়া সোসাইটি কর্তৃক এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। শুধু ব্যবসা করে নিজের মুনাফা অর্জন নয়, সামাজিক উদ্যোগের মাধ্যমে দায়বদ্ধ বিনিয়োগ নিশ্চিতের লক্ষ্যে তার প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম ‘সোস্যাল স্টক এক্সচেঞ্জ’ কার্যক্রমের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

সোস্যাল স্টক এক্সচেঞ্জ কার্যক্রমের লক্ষ্যে তার প্রতিষ্ঠান ইমপেক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ এশিয়া (আইআইএক্স) মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলের দারিদ্র্যপীড়িত লাখো মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সামাজিক ও পরিবেশগত টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ‘ক্রাউড ফান্ডিং’য়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে তার প্রতিষ্ঠান। তবে এ ফান্ডগুলো যে শুধু সাময়িক দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র জনগোষ্ঠীকে দেয়া হয়, তা নয়। এক ধরনের সামাজিক ব্যবসার উদ্যোগকে উত্সাহিত করতেই বিনিয়োগ করা হয়ে থাকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এতে ব্যক্তির সঙ্গে সমাজ ও পরিবেশের উন্নতি সাধনের লক্ষ্যও নিহিত থাকে।

দূরীন শাহনাজ ২০১০ সাল থেকে এ সামাজিক ব্যবসার ধারণা নিয়ে কাজ শুরু করেন। পরবর্তীতে ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন ইমপেক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ এশিয়া নামক প্রতিষ্ঠানটি। এছাড়া তিনিই প্রথম বাংলাদেশী নারী, যিনি ওয়াল স্ট্রিটের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তাছাড়া প্রথম বাংলাদেশী নারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায় শিক্ষার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ওয়াটন স্কুল অব বিজনেসে অংশগ্রহণ করেছিলেন। এত সব অর্জনের বাইরে দূরীন শাহনাজের স্বপ্ন আরো বিশাল। তিনি চান পুরো বিশ্বের দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়াতে। কারণ তিনি মনে করেন, দরিদ্র মানুষ নিজ থেকেই দরিদ্র থাকতে চায় না। সুযোগের অভাবেই গরিবরা গরিব থাকে। আর সে কারণেই হয়তো ব্যাংকিং, সামাজিক উদ্যোগ, প্রাতিষ্ঠানিক শিক্ষা, গণমাধ্যমের অভিজ্ঞতা ইত্যাদি কাজে লাগিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াতেই প্রতিষ্ঠা করেছেন আইআইএক্স।

তবে এবারের সম্মাননার আগেও এশিয়া সোসাইটি কর্তৃক তিনি এশিয়ার ২১ তরুণ নেতৃত্বের দলে জায়গা করে নেন। তাছাড়া তার ব্যবসার ইতিবাচক সামাজিক প্রভাবের কারণে জোসেফ ওয়াটন অ্যাওয়ার্ডে ভূষিত হন। favicon59

Sharing is caring!

Leave a Comment