ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার
- ক্যাম্পাস ডেস্ক
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভিএএসইউ) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। রাষ্ট্র মালিকানাধীন মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ৬ অক্টোবর থেকে ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এই আবেদন করা যাবে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভেটেরিনারি মেডিসিন অনুষদে- পাঁচ বছর মেয়াদী ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) কোর্সে ৯৫ জন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে- চার বছর মেয়াদী বিএসসি (অনার্স) ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্সে ৭৫ জন এবং ফিশারিজ অনুষদে- চার বছর মেয়াদী বিএসসি ইন ফিশারিজ (অনার্স) কোর্সে ৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.cvasu.ac.bd এবং বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।