মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- নিউজ ডেস্ক
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে গত শনিবার দুই দিনব্যাপী বিএমইটি মেধা বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের (বিএমইটি) আয়োজনে এই বৃত্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দুই শতাধিক মণিপুরী মুসলিম শিক্ষার্থী অংশ নেয়। সকাল সাড়ে নয়টায় তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চবিদ্যালয়ে পরীক্ষা হয়। ১৬টি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি উচ্চবিদ্যালয়ের পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। সংগঠনের সভাপতি আমজদ আলী জানান, ২০০১ সাল থেকে বিএমইটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।