রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ
- ক্যাম্পাস ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৪ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বি-ইউনিটের বিজোড় এবং বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বি-ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ডি-ইউনিটের বাণিজ্য গ্রুপ এবং সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ডি-ইউনিটের অবাণিজ্য গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৫ অক্টোবর সকাল ৯টায় সি-ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, ১১টা থেকে ১২টা পর্যন্ত সি-ইউনিটের জোড় এবং সব অবিজ্ঞান রোল নম্বরধারীদের, ১টা থেকে ২টা পর্যন্ত এইচ-ইউনিটের বিজোড় রোল নম্বর ও সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এইচ-ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৬ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এ-ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, ১১টা থেকে ১২টা পর্যন্ত এ-ইউনিটের জোড় রোল নম্বরধারীদের, বেলা ১টা থেকে ২টা পর্যন্ত জি-ইউনিট এবং সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আই-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৭ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ই-ইউনিটের বিজোড়, ১১টা থেকে ১২টা পর্যন্ত ই-ইউনিটের জোড় রোল নম্বর, ১টা থেকে ২টা পর্যন্ত এফ-ইউনিটের বিজ্ঞান বিজোড় রোল নম্বর এবং সব অবিজ্ঞান রোল নম্বরের এবং সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এফ-ইউনিটের বিজ্ঞান জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ৫৬টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে ৪ হাজার ৭১৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার জন্য মোট ১ লাখ ৭৮ হাজার ৯৪৯ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন।