মোবাইলে উপবৃত্তির টাকা পাবেন শিক্ষার্থীরা
- নিউজ ডেস্ক
দেশের ১৭ জেলার ৫৪টি উপজেলার শিক্ষার্থীরা এখন মোবাইলে বিকাশের মাধ্যমে উপবৃত্তির টাকা পাবেন। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও সমমানের স্কুল ও মাদরাসার ৩ লাখ দরিদ্র শিক্ষার্থীর মধ্যে ১৫০ কোটি টাকা বিতরণ করা হবে। চলতি বছরের জুলাই থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ওই টাকা দেওয়া হবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাপক্ষে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর সঙ্গে অগ্রণী ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় সেসিপ’র প্রোগ্রাম পরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এর মহাপরিচালক প্রফেসর ড. মো. ওয়াহিদুজ্জামান এবং অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন।
সেসিপ এর আওতায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির এই অর্থ বিতরণ করা হচ্ছে। শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে ২০১৪ সালের আগস্টে সেসিপের সঙ্গে অগ্রণী ব্যাংকের সম্পাদিত চুক্তির ধারাবাহিকতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
জানা যায়, ওই সব জেলায় প্রতি মাসে উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীরা ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে ১০০ টাকা, ৮ম শ্রেণিতে ১২৫ টাকা, ৯ম শ্রেণিতে ১৭০ টাকা এবং ১০ম শ্রেণিতে ২১০ টাকা পাবে। এছাড়া উপবৃত্তিপ্রাপ্ত প্রতি শিক্ষার্থী টিউশন ফি হিসেবে মাসে ১৫ থেকে ২০ টাকা এবং এসএসসি/দাখিল পরীক্ষার্থী পরীক্ষা ফি সহায়তা হিসেবে ৭৫০ টাকা পাবে।
সেসিপের যুগ্ম প্রোগ্রাম পরিচালক আবু সাঈদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতায় শিক্ষা সচিব শিক্ষার্থীদের মোবাইল একাউন্টে উপবৃত্তির টাকা পাঠানোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ অর্জনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। শিক্ষা সচিব উপবৃত্তির লক্ষ্য পূরণে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, সেসিপ, অগ্রণী ব্যাংক এবং বিকাশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সেসিপ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকায়েপ, এসইএসপি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং উচ্চমাধ্যমিক উপবৃত্তি প্রকল্প এর মাধ্যমে সারাদেশে দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে।