তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম গন্তব্যস্থল — সজীব ওয়াজেদ জয়
- নিউজ ডেস্ক
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬-তে আটটি দেশের তথ্যপ্রযুক্তিমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ‘মিনিস্ট্রিয়াল কনফারেন্স’। বাংলাদেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট এবারের প্রদর্শনীর গুরুত্বপূর্ণ সম্মেলন এটি। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গতকাল বেলা ৩টায় অনুষ্ঠিত এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মিনিস্ট্রিয়াল কনফারেন্সে উপস্থিত ছিলেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, নেপালের তথ্যপ্রযুক্তি মন্ত্রী সুরেন্দ্র কুমার কারকি, উগান্ডার স্টেট ফর আইসিটি অ্যান্ড ন্যাশনাল গাইডেন্স মন্ত্রী নানতাবা আইদা এরিওস, ভুটানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী লিওনপো ডি এন দুংয়েল, সৌদি আরবের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি মিনিস্টার ড. খালিদ এফ আলওতাইবি, সুরিনামের ট্রান্সপোর্ট, তথ্য ও ট্যুরিজম মন্ত্রী আনদোজো রাসল্যান্ড, ভিয়েতনামের তথ্যপ্রযুক্তি-বিষয়ক ভাইস মিনিস্টার হোয়াং ভিন ভাও, মালদ্বীপের ফিন্যান্স ও ট্রেজারি প্রতিমন্ত্রী মোহামেদ আসমালি এবং আফগানিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী।
সজীব ওয়াজেদ জয় মিনিস্ট্রিয়াল কনফারেন্সের উপস্থাপিত প্রবন্ধে তথ্যপ্রযুক্তি খাতে বর্তমান সরকারের সাফল্যে বিভিন্ন দিক তুলে ধরেন। শিগগিরই তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী পুত্র। তিনি বলেন, সংশ্লিষ্ট খাতে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম গন্তব্যস্থল।
সজীব ওয়াজেদ জয় বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিয়ে বিশ্বে অনন্যদৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ; যা অনেকেরই ধারণার বাইরে ছিল। অদূর ভবিষ্যতে সাফল্যের এ ধারাকে আরো উন্নত করতে কাজ করছে বর্তমান সরকার।
তিনি বলেন, বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করাই যার প্রমাণ। ইন্টারনেট ব্যবহারের ফলে গ্রামে বসেও মানুষ আউটসোর্সিং করার সুযোগ পাচ্ছে।
জয় বলেন, আউটসোর্সিং খাতে বাংলাদেশ অচিরেই ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করবে। সেই লক্ষ্যে আইসিটি খাতকে সবচেয়ে প্রাধান্য দেয়া হচ্ছে। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ‘মিনিস্ট্রিয়াল কনফারেন্সে’ আটটি দেশের আইসিটি মন্ত্রী ও হাইকমিশনার বক্তব্য রাখেন। বিভিন্ন দেশের সরকারের উচ্চপর্যায়ের এ কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।