পেশার নাম এয়ার হোস্টেস
- ক্যারিয়ার ডেস্ক
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়োজাহাজের ডানায় চড়ে ঘুরে বেড়াতে কে না চাইবে? যদি হয় সেটা বিনা খরচে, আপনার ঘুরে বেড়ানোর জন্য আপনাকেই আবার দেওয়া হয় প্রতি মাসে মোটা অঙ্কের টাকা! শুনতে অনেকটা কল্পকাহিনী বা স্বপ্নের মতো মনে হচ্ছে? ঠিক এমনই একটি পেশায় কাজ করছে বিশ্বের লাখ লাখ নারী-পুরুষ। আমাদের দেশেরও শত শত ছেলেমেয়ে প্রতিদিন উড়ে চলেছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পেশাটির নাম কেবিন ত্রুক্র/এয়ার হোস্টেস।
আমাদের দেশে এ পেশায় আগ্রহীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পেঁৗছে দিতে কাজ করছে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটি প্রতি তিন মাসে একটি করে ব্যাচে প্রশিক্ষণ দিচ্ছে এ বিষয়ে আগ্রহীদের। শিগগির শুরু হচ্ছে ‘কেবিন ত্রুক্র/এয়ার হোস্টেস’ কোর্সের নতুন ব্যাচের কার্যক্রম। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এখনই। তিন মাস মেয়াদের এ কোর্সটির ক্লাস হয় সাধারণত প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার।
যোগ্যতা : কেবিন ত্রুক্র বা এয়ার হোস্টেস হতে চাইলে অধিক সুন্দর বা সুন্দরী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। পরিচ্ছন্ন, রুচিশীল, কাজের প্রতি আন্তরিকতা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা, উপস্থিত বুদ্ধি, ধৈর্য ও সহনশীলতা, মানুষের সঙ্গে মেশার যোগ্যতা যে কাউকেই নিয়ে যেতে পারে এ পেশায় সফলতার শীর্ষে।
এয়ার হোস্টেস/কেবিন ত্রুক্র হতে চাইলে কমপক্ষে এসএসসি/’ও’ লেভেল পাস হতে হবে। বয়স হতে হবে ১৬ থেকে ৩০ বছরের মধ্যে। শিক্ষার্থীদের কাগজে-কলমে পাঠদানের পাশাপাশি বিমানে চড়িয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে এ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা খুব সহজেই দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সে চাকরির সুযোগ পায়। এখানে শিক্ষার্থীদের বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের তত্ত্বাবধানে পরীক্ষা ও সার্টিফিকেট প্রদান করা হয়, যা বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশেও অধিক গ্রহণযোগ্য।
এ পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। ভালো ফল করা ছাত্রছাত্রীদের এয়ারলাইন্সে চাকরির সুযোগ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির রয়েছে নিজস্ব ক্যাম্পাস, স্বয়ংসম্পূর্ণ ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। প্রশিক্ষণকালে শিক্ষার্থীরা বিমানের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা ও ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ফ্লাই করে প্রশিক্ষণ নেবে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন- ইউনাইটেড কলেজ অব এভিয়েশন : বাড়ি-১৬, রোড-৪, সেক্টর-৩, উত্তরা, ঢাকা এই ঠিকানায়।
ফোন করতে পারেন: ০১৯৭২৩০৬০৯০, ০১৯৭০৬০৮০৭১।