আইবিএর জয়জয়কার

আইবিএর জয়জয়কার

ক্যাম্পাস ডেস্ক

অপেক্ষা তখন চ্যাম্পিয়ন দলের জন্য। ক্ষণিকের সে অপেক্ষা শেষে একে একে ঘোষণা করা হলো সেরা তিন দলের নাম। চূড়ান্ত পর্বে যে চারটি দল প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছিল সেখানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দল ‘ফ্যাটম্যান অ্যান্ড দ্য লিটল বয়েজ’ বাদে তিনটি দলই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ)। সেরা তিন দলের নাম ঘোষণার পর দেখা গেল বিজমায়েস্ত্রোসে এ যেন শুধুই আইবিএর জয়জয়কার। কারণ, চ্যাম্পিয়ন দল আইবিএর ‘টিম পটার’ ছাড়াও প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপও যথাক্রমে আইবিএর ‘চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড’ ও ‘টিম টি কিউব’।

রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলের বলরুমে ইউনিলিভার আয়োজিত বিজমায়েস্ত্রোসের চূড়ান্ত পর্বের আয়োজন হয়েছিল ১৭ নভেম্বর সন্ধ্যায়। সত্যিকারের ব্যবসায় চ্যালেঞ্জগুলো আসলে কেমন, সেটারই একটা ছোটখাটো মহড়া হয়ে যায় এই প্রতিযোগিতার মাধ্যমে। আয়োজকেরা তাই বিজমায়েস্ত্রোকে বলেন ‘রিয়েল লাইফ বিজনেস কমপিটিশন’। প্রতিযোগিতার সপ্তম আসর এটি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ক্ষেত্রে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে। বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন দল সুযোগ পায় আন্তর্জাতিকভাবে ইউনিলিভার আয়োজিত ‘ইউনিলিভার ফিউচার লিডারস লিগ’-এ অংশ নেওয়ার। তাই এ বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন টিম পটারের তিন সদস্য তানজীর ইসলাম, মাসতুরা তাসনিম ও রাকিব ইবনে হোসাইন।

বিজয়ী দলের সদস্য রাকিব ইবনে হোসাইন বলেন, ‘প্রতিযোগিতার শুরু থেকে চূড়ান্ত পর্ব পর্যন্ত সত্যিকারের ব্যবসায় কী, সেটা দেখার সুযোগ পেয়েছি। অনেক কিছু শিখেছি। গতবছর বাংলাদেশ থেকে জয়ী দল আন্তর্জাতিক মঞ্চেও অন্য সব দেশকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে আমাদের ওপর সবার প্রত্যাশা অনেক বেশি। আশা করি সবার সহযোগিতায় আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে পারব।’favicon59-4

Sharing is caring!

Leave a Comment